ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবার এক ফ্রেমে দেখা গেল টলি ইন্ডাস্ট্রির সেই নস্টালজিক জুটিকে (Dev-Koel)। দেখে তো অনেকেই বলছেন, তবে কি দেব আর কোয়েল একসঙ্গে আবার সিনেমা করতে চলেছেন? সরস্বতী পুজোয় দুজনকে একসঙ্গে দেখে আপ্লুত অনুরাগীরা। একসময় দর্শকদের একের পর এক হিট ছবি দিয়েছে এই জনপ্রিয় জুটি। তবে বহু বছর হয়ে গিয়েছে, দেব কোয়েলের (Dev-Koel) জুটিকে পর্দায় দেখা যায়নি। ২০২৫ এর সরস্বতী পুজোয় এই জুটিকে এক ফ্রেমে দেখে, নতুন করে আশা জাগছে অনুরাগীদের মনে।
এক ফ্রেমে দেব-কোয়েল (Dev-Koel)
চলতি বছরে সুরিন্দর ফিল্মসের সরস্বতী পুজোয় দেখা গিয়েছে অভিনেতা দেবকে (Dev-Koel)। সেখানেই উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) সহ কোয়েল মল্লিক (Koel Mallick) এবং নিসপাল সিংহ রানে। একটু খেয়াল করে দেখবেন, ‘খাদান’ ছবি সাফল্যের পরে, মাঝেমধ্যেই নিসপাল সিংহের অফিসে দেবকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে সরস্বতী পুজোর দিনটা ব্যতিক্রম হল না। এই অফিসের পুজোয় দেব গিয়েছিলেন। তখনই তাঁদেরকে দেখা গেল এক ফ্রেমে।
নিসপাল ঘরণীর রংমিলান্তি সাজ! (Dev-Koel)
দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন (Dev-Koel)। যেখানে একটি ছবিতে দেবকে দেখা গিয়েছে রঞ্জিত মল্লিক এবং নিসপাল সিংহ রানের সঙ্গে। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, কোয়েলের সঙ্গে। দেবের পরনে ছিল সাদা পোশাক। অপরদিকে কোয়েলের পরনে ছিল ভারি পাড়ের হলুদ শাড়ি। রংমিলান্তি করে নিসপালের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। আর রঞ্জিত মল্লিকের পরনে ছিল সাদা শার্ট। রঞ্জিত মল্লিকের সঙ্গে দেবকে গল্প করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: রাজার মতো মেজাজ! ১২ বছর পর সরস্বতী পুজোয় ছেলের সঙ্গে প্রসেনজিৎ
খাদানের সুবাদে আবার চর্চায় ‘ও মধু’ গান
শুধু দেব নয়, এই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কোয়েল। স্বাভাবিক ভাবেই তাঁদেরকে দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি আবার দেব কোয়েল নতুন করে জুটি বাঁধছেন? ইতিমধ্যেই খাদানের সুবাদে পুনরায় চর্চায় এসেছে ‘ও মধু’ গান। দেবের পাশে সেই অরিজিনাল মধুকে দেখে, নস্টালজিয়ায় ভাসলেন ভক্তরা।
আরও পড়ুন: Saraswati Puja 2025: বাগ্দেবীর আরাধনায় টলিপাড়া, কার বাড়িতে হল কেমন পুজো?
ব্যস্ত সময় পার করছেন দেব-কোয়েল!
এবারের সরস্বতী পুজোটা টলিউডের জন্য একটু বিশেষ বলতে পারেন। অনেক নেটিজেন বলছেন, এই সরস্বতী পুজোয় মধুর সঙ্গে দেবের রিইউনিয়ন হল। রবিবার সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল টলি তারকারা। রঘু ডাকাতের প্রচার সেরে, সোজা পৌঁছে যান নিসপাল সিং রানের অফিসে। অপরদিকে কোয়েলও এখন ভীষণ ব্যস্ত। দু’মাস আগে তাঁর কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। মায়ের দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁকে সামলাতে হচ্ছে নিসপাল ঘরণী হওয়ার দায়িত্ব। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি কাজে ফিরবেন। এখন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। সুরিন্দরের অফিসের পাশাপাশি বাপের বাড়ি অর্থাৎ ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোতেও কোয়েলকে স্বামী সন্তানের সঙ্গে দেখা গিয়েছে। বাবা-মায়ের পোশাকের সঙ্গে রংমিলান্তি করে ছোট্ট কবির সেজেছিল হলুদ পাঞ্জাবিতে। যদিও ছবিতে কোয়েলের কন্যাকে দেখা যায়নি।