ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি মাসে আমেরিকা সফরে(Modi and Trump’s meeting) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই সফর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) আমন্ত্রণে বলেই সূত্রের খবর। আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হতে পারে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করা পরে এটিই হবে দুজনের মধ্যে প্রথম বৈঠক। সোমবার বিদেশ মন্ত্রকের একটি সূত্রে এই খবর জানা গিয়েছে।
ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রথম আমেরিকা সফর মোদির(Modi and Trump’s meeting)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। ট্রাম্পের ঐতিহাসিক হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর এটিই হতে চলেছে প্রধানমন্ত্রী মোদির প্রথম আমেরিকা সফর(Modi and Trump’s meeting)। এর আগে, তিনি নির্বাচনে জয়লাভের জন্য ফোনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছিল। পরের দিন ট্রাম্প জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই মোদির সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের কথা জানিয়ে এক্স পোস্টে মোদি লিখেছিলেন, তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানালাম। আমরা পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।
প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু ট্রাম্পের(Modi and Trump’s meeting)
গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে ট্রাম্পের। সেখানে মোদির প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত ৭ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। সমাজমাধ্যমে লিখেছিলেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দুর্দান্ত কথোপকথন হল। অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-আমেরিকার সম্পর্ক আরও জোরদার করার জন্য আবার একসঙ্গে কাজ করতে উন্মুখ।
আরও পড়ুন: Elon Musk Tightens Grip: ক্ষমতা বাড়ছে এলন মাস্কের! মার্কিন মুলুকে ছড়াচ্ছে অসন্তোষ
ব্যক্তিগত স্তরেও মসৃণ মোদি-ট্রাম্প সম্পর্ক
ব্যক্তিগত স্তরেও মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ মসৃণ। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের শেষ বিদেশ সফর ছিল ভারতে। ২০১৬-২০ আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্প বারে বারেই মোদীকে বন্ধু বলেছেন। ২০২০-র ফেব্রুয়ারিতে দুদিনের ভারত সফরে এসেছিলেন ট্রাম্প। মোদি দাবি করেছিলেন, তিনি এবং ট্রাম্প মিলে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।
আরও পড়ুন: US immigration to India: মার্কিন সামরিক বিমানে ভারতে পাঠানো শুরু অবৈধ অভিবাসীদের
ক্ষমতায় আসার পর একাধিক পদক্ষেপ ট্রাম্পের
ট্রাম্প এ বার ফের ক্ষমতায় আসার পর বেশ কিছু নীতি গ্রহণ করেছেন। যার মধ্যে অন্যতম হল আমেরিকার স্বার্থকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে, তার পরে অন্য দেশের কথা বিবেচনা করা হবে। এই নীতির নাম আমেরিকা ফার্স্ট। সেই লক্ষ্যের সঙ্গে সাদৃশ্য রেখে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপও করতে শুরু করেছে তাঁর সরকার। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়ন করতে শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। সেই তালিকায় অনেক ভারতীয়ও রয়েছেন। নয়াদিল্লি জানিয়েছে, অবৈধ অভিবাসন কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। কোনও অবৈধ অভিবাসীর বিষয়ে প্রয়োজনীয় নথি পেলে ভারত তাঁদের ফিরিয়ে নেবে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।