ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই প্রথমবার বড় পর্দায় জুটিতে (Jisshu-Srabanti) দেখতে পাবেন যিশু (Jisshu Sengupta) আর শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) । নীলাঞ্জনা এবং যিশুর সম্পর্ক নিয়ে যখন নানান কথা শোনা যাচ্ছে, এমনকি টলিপাড়ায় ডিভোর্স চর্চার রব, ঠিক তার মাঝেই এল নতুন খবর। যিশু-শ্রাবন্তী জুটির সঙ্গ দেবেন দেবও (Dev)। কোন ভূমিকায় তাঁদের দেখা যাবে? ছবির নামই বা কী? ছবির কাজ কতদূর? সবটাই থাকছে আজকের প্রতিবেদনে।
নতুন সম্পর্কের রসায়নে শ্রাবন্তী এবং যিশু (Jisshu-Srabanti)
বর্তমানে বলি টলি ইন্ডাস্ট্রির পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও যিশু যথেষ্ট সুনাম কুড়িয়েছেন (Jisshu-Srabanti)। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন তিনটি ইন্ডাস্ট্রিতেই। বাংলা বক্স অফিসে রীতিমত কামাল দেখিয়েছে, দেব-যিশু অভিনিত ‘খাদান’। যিশুকে নতুন ফর্মে দেখতে পাচ্ছে দর্শকরা। বাংলা দর্শকদের জন্য আর একটা বড় খবর রয়েছে। হয়ত বা বেশি দিনের অপেক্ষা নয়, আবারও বড় পর্দায় যিশুকে দেখতে পাবেন। আর তাঁর সঙ্গে জুটি বাঁধবেন শ্রাবন্তী। এই খবর নিয়েই এখন জোর চর্চা টলিউডের অন্দরে। এর আগে কিন্তু শ্রাবন্তী এবং যিশুকে কখনও স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। ফলে এই জুটির রসায়ন কেমন হবে, কিংবা পর্দায় তাঁদের কেমিস্ট্রি কেমন লাগবে, তা জানতে আগ্রহী দর্শকরা উদগ্রীব। এছাড়া এও শোনা যাচ্ছে, এই ছবিতে দেবও থাকতে পারেন।
কবে শুরু নতুন ছবির কাজ? (Jisshu-Srabanti)
ছবির নাম কি, কবেই বা ছবিটি মুক্তি পাবে, কাজই বা কবে থেকে শুরু হবে, এই বিষয়ে আপাতত কোনও তথ্য জানা যায়নি (Jisshu-Srabanti)। গোটা টিম মুখে কুলুপ এঁটেছে। তবে এটা ঠিক, বাংলা বক্স অফিসে অতনু-দেব-অভিজিৎ জুটি আগাগোড়াই কামাল দেখিয়েছে। আগামী জুন মাসেও শুরু হতে চলেছে তাঁদের ‘প্রজাপতি ২’ ছবির শুটিং। অপর দিকে দেব এখন ব্যস্ত ‘রঘু ডাকাত’ ছবি নিয়ে। তাই নতুন ছবির প্রস্তুতি কবে থেকে শুরু হবে, তা একটু বলা মুশকিল। সময় তো অবশ্যই লাগবে।
আরও পড়ুন: Sonu Nigam: শিরদাঁড়ায় বিঁধে আছে সুঁচ! যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম
অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজক হিসেবে দেব
শোনা যাচ্ছে, ছবিটির পরিচালনা করবেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় অতনু রায় চৌধুরী। বাংলার পাশাপাশি হিন্দিতেও রমরমিয়ে কাজ করছে এই পরিচালক জুটি। খুব শীঘ্রই আনছেন তাঁদের তৃতীয় ছবি। তাছাড়া লীনা গঙ্গোপাধ্যায় আগাগোড়াই তাঁর লেখনির মাধ্যমে সম্পর্ক, ভালোবাসা সহ পারিবারিক নানান ক্ষেত্রকে তুলে ধরতে ভালোবাসেন। উপরি পাওনা হিসেবে থাকে মনস্তাত্ত্বিক দিক। টলিউডের গুঞ্জন বলছে, এখনও পর্যন্ত এই নতুন ছবির সম্পূর্ণ কাস্টিং হয়নি, তবে গুরুত্বপূর্ণ চরিত্রের দেব থাকবেন। অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজক হিসেবেও দেব এই ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন। যদিও নির্মাতা থেকে শুরু করে অভিনেতারা, কেউ এই ছবি নিয়ে এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন: Shovan-Sohini: অভিনয়ের পাশাপাশি ঘরকন্নাতেও পারদর্শী, শোভনের সঙ্গে বাগদেবীর আরাধনায় সোহিনী
শুরু হবে প্রজাপতি ২-এর শ্যুটিং
যদি সব ঠিক থাকে, তাহলে আগামী জুন মাস থেকে লন্ডনেই শুরু হবে মিঠুন দেবকে নিয়ে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং। যেটি মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে । তারপর রঘু ডাকাতের শুটিং শেষ করেই দেব শুরু করবেন লীনা-শৈবাল-অতনুর ছবির কাজ।