ট্রাইব টিভি বাংলা: বুধবার দিল্লি বিধানসভা নির্বাচন।আর সেদিনই মহাকুম্ভ দর্শনে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজধানীর মানুষ যখন ভোটের লাইনে দাঁড়াবেন তখন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃতস্নান সারবেন নমো।
মহাকুম্ভে মোদীর সফরসূচি (Narendra Modi)
মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার কথাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। দিনক্ষণও আগেই জানানো হয়েছিল। তবে প্রয়াগরাজের পদপিষ্টের ঘটনার পর তাঁর মহাকুম্ভে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মোদীর (Narendra Modi) প্রয়াগরাজের সূচি জানানো হল।
সূত্রের খবর, বুধবার সকাল ১০টা ০৫ মিনিট নাগাদ মোদীর বিমান প্রয়াগরাজে নামার কথা। সেখান থেকে হেলিকপ্টারের চেপে প্রয়াগরাজের আরিয়াল ঘাটে পৌঁছবেন তিনি। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আরিয়াল ঘাটে মোদীর (Narendra Modi) হেলিকপ্টার নামার কথা। সেখান থেকে নৌকায় চেপে মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সঙ্গমে স্নান করবেন তিনি। তারপর আবার নৌকায় চেপে আরিয়াল ঘাটে আসবেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে করে বিমানবন্দর এবং তারপর সেখান থেকে সেনাবাহিনীর বিমানে প্রয়াগরাজ ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। মহাকুম্ভে আগত সাধুসন্তদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি।
কড়া নিরাপত্তা ব্যবস্থা (Narendra Modi)
মহাকুম্ভে পরপর বিপর্যয়ের মধ্যেই মোদীর কুম্ভ স্নানের পরিকল্পনা ঘিরে প্রচণ্ড আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোদী (Narendra Modi) মহাকুম্ভের আসার আগে ঘটনাস্থল পরিদর্শন করেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে এখন কোটি কোটি মানুষের সমাগম। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করেই সংক্ষিপ্ত করা হয়েছে সফরকাল। নতুন সূচি অনুসারে, মোদী মাত্র এক ঘন্টাই মহাকুম্ভে থাকবেন। পূর্বনির্ধারিত কর্মসূচিতে বদল আনা হয়েছে বেশ খানিকটা ।
আরও পড়ুন : নির্মলার চমক, কমছে গয়নার দাম, অপেক্ষা মাস দুয়েকের
মোদীর সফর নিয়ে জল্পনা
হিন্দুশাস্ত্রে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিনটির বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। বুধবার পড়েছে মাঘ অষ্টমী ও ভীষ্ম অষ্টমী। মাঘ অষ্টমী হল হিন্দু মাসের অষ্টম দিন, যেখানে প্রায়শই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, দান ও ধ্যান করা হয়। অন্যদিকে, ভীষ্ম অষ্টমী মহাভারতের চরিত্র ভীষ্ম পিতামহের স্মৃতিতে পালিত হয়ে থাকে।
এদিকে আবার ৫ ফেব্রুয়ারি দিল্লিতে রয়েছে নির্বাচন। আর এই দিনটিকেই পুণ্যস্নানের জন্য বেছে নিয়েছেন মোদী (Narendra Modi)। ভোটের দিনই কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মত বিরোধীদের একাংশের। বিরোধীদের দাবি, এ সবই হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা।
আরও পড়ুন : ‘রাম, সীতা আপনারা কোথায়?’ কপাল চাপড়ে হাউহাউ করে কাঁদলেন সাংসদ
প্রথমে মহাকুম্ভে তাঁবুতে আগুন, তারপর মৌনি অমাবস্যার মহাবিপর্যয়। এরপর বসন্ত পঞ্চমীতে প্রয়াগরাজে হট এয়ার বেলুন ফেটে আগুনে ঝলসে যান ৬ জন পুণ্যার্থী। একের পর এক দুর্ঘটনায় জর্জরিত প্রয়াগরাজ। এই আবহে মোদীর কুম্ভযাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।