ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আর কয়েকটা দিন পরেই আসছে ভালেন্টাইন্স ডে(Face Pack For Valentine’s Day) বা প্রেম দিবস। সুতরাং হাতে এখনও সময় আছে কয়েকটা দিন ত্বকের জেল্লা বাড়ানোর জন্য। ত্বকের জেল্লা বাড়াতে হোমমেড ফেসপ্যাকের উপর ভরসা রাখুন। এমন বেশ কিছু ফেসপ্যাক রয়েছে, যা রাতারাতি মুখে জেল্লা ফেরাতে সক্ষম। ব্রণ, দাগছোপের সমস্যা কমিয়ে ত্বকের উজ্জ্বল বাড়ায়। নিস্তেজ ত্বকে মেকআপ করলে তা ভালো দেখায় না। সেই জন্য ভরসা রাখুন হোম মেড ফেস প্যাকে। জেনে নিন কীভাবে বানাবেন এমন ফেস প্যাক যা খুব তাড়াতাড়ি আপনার ত্বকের জেল্লা বাড়াতে পারবে।
অ্যালোভেরা ও মধু (Face Pack For Valentine’s Day)
এক চামচ অ্যালোভেরার সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের উপর ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এই ফেসপ্যাক ত্বকের প্রদাহ কমায়, ব্রণর দাগকে হাল্কা করে এবং ব্রণর সমস্যাও দূর করে। এমনকী ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে অ্যালোভেরা ও মধু। আগের দিন রাতে(Face Pack For Valentine’s Day) এই ফেসপ্যাক মাখলে পরদিন সকালে ত্বকের জৌলুস বেড়ে যাবে।
হলুদ ও দুধ (Face Pack For Valentine’s Day)
কাঁচা হলুদ মেখে স্নান করার চল আজকাল অনেকেই এই রীতি মানেন না। কারণ, গায়ে হলুদ ছোপ পড়ে। কিন্তু ত্বকের জেল্লা বাড়াতে দুধে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মাখতে পারেন(Face Pack For Valentine’s Day)। এতে ব্রণ, ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে। এ ছাড়া ট্যান পরিষ্কার হয়ে যাবে। এই ফেসপ্যাক মুখে ৫ মিনিট রাখলেই জেল্লাদার ত্বক পেয়ে যাবেন।
আরও পড়ুন:Valentines Day Special: প্রেম দিবসে সঙ্গীকে কী উপহার দেবেন? রকমারি জিনিসের খোঁজ রইল এখানে
ওটস ও মধু
সংবেদনশীল ত্বকের উপর ওটস দুর্দান্ত কাজ করে। মৃত কোষের স্তর তুলতে এবং গ্লোয়িং ত্বক পেতে ওটস ও মধুর ফেসপ্যাক ব্যবহার করুন। ১ চামচ ওটসের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে ত্বকে মাখুন। ১৫ মিনিট রেখে হাল্কা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক শুষ্ক ত্বকের জন্যও আদর্শ(Face Pack For Valentine’s Day)।
আরও পড়ুন:Rose Price On Valentine’s Day: সামনেই ‘প্রেম দিবস’, কাঁটা যেন গোলাপের দাম
টোম্যাটো ও দুধ
টোম্যাটো ট্যান তুলতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে দারুণ উপকারী। বিশেষত ব্রণ প্রবণ ত্বকে দুর্দান্ত কাজ করে টোম্যাটো। কাঁচা দুধের সঙ্গে টোম্যাটোর রস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এক রাতের মধ্যে জেল্লাদার ত্বক পাবেন এই ফেসপ্যাক ব্যবহারে।