ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) ৪ লাখ ৪০ হাজার ৫৯৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের একটি সংস্করণে ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) দ্বিতীয় ও শেষ দিন। লক্ষ্মীবারে কত বিনিয়োগ আসে সেদিকেই নজর ছিল সকলের। এদিন বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি সবাই একটাই কথা জানার অপেক্ষায় রয়েছেন। তা হল, কত কোটি টাকার লগ্নি প্রস্তাব এল বাংলায়।’ অষ্টম BGBS দারুণ সাফল্য পেয়েছে, এবার মোট ৪ লাখ ৪০ হাজার ৫৯৪ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ (BGBS 2025)
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অর্থনীতি ও বাণিজ্যে নবজাগরণ দেখছে বাংলা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) শেষ দিনের একাধিক বিনিয়োগের প্রস্তাব বাংলায়। দ্বিতীয় দিনে স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে বড় বড় বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যের ৯ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। ২৩ টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের থেকে প্রস্তাব এসেছে রাজ্যের কাছে। নেওটিয়া, পিয়ারলেস, অ্যাপোলো, মনিপাল, সিএমআরআই গোষ্ঠী রয়েছে বিনিয়োগের তালিকায়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগের প্রস্তাব উল্লেখযোগ্য। রাজ্যের তরফে ইতিমধ্যেই স্বাস্থ্য ক্ষেত্রে দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: BGBS 2025: BGBS সম্মেলন করে কী ‘লাভ’ ? বিরোধীদের কটাক্ষয়ের জবাব মমতার

মুকেশ-নেওটিয়া প্রতিশ্রুতি (BGBS 2025)
একইসঙ্গে (BGBS 2025) এই দশক শেষে রাজ্যে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। পাশাপাশি আগামী কয়েক বছরে বাংলায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব নেওটিয়া গ্রুপের। RPSG গ্রুপের ১০ হাজার কোটি টাকার লগ্নির কাজ চলছে। গত তিন-চার বছরে ৭,৫০০ কোটি টাকার লগ্নি আইটিসির। বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ইমামিও। একইসঙ্গে ৩২ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি জিন্দল গোষ্ঠীর।
একের পর এক বড় বিনিয়োগ অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে! ২১২টি মউ এবং আগ্রহপত্র স্বাক্ষর করা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, জিন্দল গোষ্ঠীর মতো সংস্থা বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তাই এবারের বাণিজ্য সম্মেলনের স্বার্থকতা বোঝাতে মুখ্যমন্ত্রী বললেন, ‘উল্লেখযোগ্য সাফল্য’।