ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১১ই ফেব্রুয়ারি টলিউড সুন্দরী মিমি চক্রবর্তীর জন্মদিন (Mimi Chakraborty)। আর সেই দিনই তিনি ধরা দিলেন একদম অন্য লুকে। তাও আবার যে সে রূপ নয়, একেবারে ‘ডাইনি’র (Daini) লুক। দেখে তো অবাক মিমির অনুরাগীরা। যদিও গত বছরের মাঝামাঝি সময় জানা গিয়েছিল, মিমি চক্রবর্তী এবার পর্দায় আসছেন ‘ডাইনি’ হয়ে। নতুন বছরে চলে এল, সিরিজের ফার্স্ট লুক। ইতিমধ্যেই তা হইচইয়ে (Hoichoi) প্রকাশ্যে এসেছে।
ডাকিনী তন্ত্রের প্যাঁচে মিমি! (Mimi Chakraborty)
আগামী ১৪ই মার্চ মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত এই সিরিজ। পরিচালনা করেছেন নির্ঝর মিত্র। সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) । শ্রুতিকে এই সিরিজে দেখা যাবে মিমির বোনের চরিত্রে। মূলত ডাকিনী তন্ত্রের প্যাঁচের সঙ্গে জড়িয়ে যাবে দুই বোন। সেই জাল থেকে তারা কীভাবে মুক্তি পাবে? সেই গল্প নিয়েই এই সিরিজ। আর এই প্রশ্নের উত্তর জানতে হলে ‘ডাইনি’র মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।
বসন্তে আর ‘দুষ্টু কোকিল’ নয়, আসছে ডাইনি
বলা যেতে পারে, বসন্তে আর ‘দুষ্টু কোকিল’ নয়, আসছে ডাইনি (Mimi Chakraborty) । এখন প্রেমের মাস, বাংলায় কান পাতলে শোনা যাচ্ছে কোকিলের কুহু কুহু ডাক। হঠাৎ একদম ব্যতিক্রমী রূপে দেখা গেল মিমিকে। এর আগে কিন্তু মিমিকে এমন লুকে দেখা যায়নি। পোস্টারে দেখা যায়, হাতে কাটারি। ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখ। মাথায় এলোমেলো চুল। বসে চাওয়া মুখ চোখ থেকে উপচে পড়ছে সাহস, আর সাথে অদম্য জেদ। পোস্টার জুড়ে শুধুই আগুনের ফুলকি। এছাড়াও পোস্টারে ফুটে উঠেছে কিছু উত্তেজিত মানুষের অস্পষ্ট ভাব। আপাতত পোস্টার দেখে বোঝাই যাচ্ছে, এই সিরিজের পরতে পরতে নানান রহস্য সহ রয়েছে চমক।
আরও পড়ুন: Arijit Singh: অরিজিৎ সিংয়ের স্কুটি চেপে ঘুরলেন এড শিরন, মজলেন নৌকা বিহারে
মিমির অসাধারণ পরিবর্তন
ইতিমধ্যেই প্রযোজক মহেন্দ্র সোনি পোস্টটা শেয়ার করে মিমির পরিবর্তন সম্পর্কে লেখেন, দুষ্টু কোকিল থেকে ডাইনি, জন্মদিনে মিমি চক্রবর্তীর কি অসাধারণ পরিবর্তন। পোস্টারটি শেয়ার করে হইচইয়ের তরফ থেকে লেখা হয়েছে, ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। ফিরছে হইচইতে মিমি চক্রবর্তী ‘ডাইনি’ নিয়ে।
শুভশ্রীর মন্তব্য
‘ডাইনি’তে মিমির ফার্স্ট লুক দেখে শুভশ্রী (Subhashree Ganguly) লিখেছেন ‘লুকিং ফরওয়ার্ড’। সোজা কথায়, তিনি সিরিজটি দেখার জন্য অপেক্ষা করছেন। অপরদিকে মিমিও পাল্টা উত্তর দিয়েছেন শুভশ্রীকে। ভালোবাসা জানিয়েছেন ইমোজি দিয়ে। একটা সময় ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছিল রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ কাহিনীতে। তবে মাঝে বয়ে গিয়েছে অনেকটা সময়। এখন মিমি নিজের কাজ নিয়ে ব্যস্ত। অপরদিকে দুই সন্তানকে নিয়ে সংসার করছেন রাজ-শুভশ্রী।