ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউক্রেন অধিকৃত রাশিয়ার কুরস্ক ছেড়ে দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট(Volodymyr Zelenskyy) ভলোদিমির জেলেনস্কি। কুরস্কের বদলে রাশিয়ার হাত থেকে অন্য কোন অঞ্চল চান জেলেনস্কি? জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তাদের কাছে সব অঞ্চলই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমরা এক অঞ্চলের পরিবর্তে অন্য এলাকা চাই।
কুরস্কে ঢুকে আক্রমণ ইউক্রেনীয় সেনার (Volodymyr Zelenskyy)
আর মাত্র ১২ দিন পর তিন বছর পূর্ণ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এই লড়াই থামাতে মধ্যস্থতার কাজ করছে আমেরিকা। রাশিয়ার কুরস্কে ঢুকে ব্যাপক আক্রমণ শানাচ্ছে ইউক্রেনীয় সেনা। কিন্তু এবার খবর, যুদ্ধের গুরুত্বপূর্ণ ফ্রন্ট হয়ে ওঠা কার্স্ক রাশিয়াকে ছেড়ে দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)। তবে তার জন্য বেশ কিছু শর্ত রেখেছেন তিনি। আর কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। যুদ্ধের ‘নীল নকশা’ নিয়ে আলোচনা করবেন তিনি।
কী বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট? (Volodymyr Zelenskyy)
মঙ্গলবার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট। কার্স্ক নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে বা রাশিয়ার থেকে অন্য কোন অঞ্চল চান তা জানতে চাইলে জেলেনস্কি(Volodymyr Zelenskyy) বলেন, “আমি জানি না, আমরা দেখব। আমাদের কাছে সব অঞ্চলই গুরুত্বপূর্ণ। তাই কোনও অগ্রাধিকার নেই। আমরা রাশিয়াকে কুরস্ক দিয়ে দিতে পারি। কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আমাদের যে জায়গাগুলো রাশিয়া দখল করে রেখেছে সেগুলো ছেড়ে দিতে হবে পুতিনকে। পাশাপাশি দুই দেশকে আলোচনার টেবিলে আনতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে”
আরও পড়ুন:Trump-Modi Meet: ট্রাম্প- মোদীর আলোচনায় ভারত- আমেরিকায় কি অস্ত্র চুক্তি? প্রধান বিষয় আর কী?
চারটি এলাকায় গণভোট করান রুশ
২০১৪ সালে ইউক্রেনের(Volodymyr Zelenskyy) কাছ থেকে ক্রিমিয়ায় দখল নেয় রাশিয়া। তার পর ২০২২ সালে সেপ্টেম্বরে ডনেৎস্ক, লুহানস্ক ও জ়াপোরিঝিয়া-সহ মোট চারটি এলাকায় গণভোট করান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়া ওই নির্বাচনে ৯৯ শতাংশের বেশি ভোট যায় তাঁর পক্ষে। এর পর সংশ্লিষ্ট এলাকাগুলিকে রুশ ভূখণ্ড বলে ঘোষণা করেন তিনি। যদিও এই সব অঞ্চলের উপর মস্কোর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই।
পুতিনের সঙ্গে আলোচনা করে অনেকটা অগ্রগতি
সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, শীঘ্রই তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পুতিনের সঙ্গে আলোচনা করে অনেকটা অগ্রগতি করা হয়েছে। যুদ্ধ বন্ধ করতে রাশিয়া এবং ইউক্রেনকে যে কিছু ত্যাগ করতেই হবে একথা স্বীকার করেছেন ট্রাম্প প্রশাসনের আধিকারিকরাও। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প।
আরও পড়ুন:Sunita Williams Return Date: পৃথিবীতে ফিরছেন সুনীতা, এগোলো সেই তারিখ, তৎপর নাসা
যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রস্তাব প্রস্তুত
ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ইউক্রেন ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা হয়তো একটি চুক্তি করতে পারে, হয়তো করতে না-ও পারে। তারা (ইউক্রেন) চাইলে কোনো এক সময় রাশিয়ার অংশ হতে পারে, আবার না-ও হতে পারে। যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রস্তাব প্রস্তুতের জন্য যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেন-বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগকে ইউক্রেনে পাঠানো হচ্ছে বলেও জানান ট্রাম্প।