ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিকিৎসা করাতে আসা শিশু কন্যার বমি জোর করে পরিষ্কার করানো হল তার বাবাকে দিয়ে। নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের (Shantipur State General Hospital) এই কান্ডে হতবাক চিকিৎসা মহল। হাসপাতাল সুপারের (Hospital Super) কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুকন্যার বাবা। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক।
সরকারি হাসপাতালে অমানবিক ঘটনা (Shantipur State General Hospital)
ফের রাজ্যের হাসপাতালে অমানবিক দৃশ্য (Shantipur State General Hospital)। ছোট্ট মেয়ের বমি জোর করে পরিষ্কার করানো হল তার বাবাকে দিয়ে। চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shantipur State General Hospital)। শান্তিপুর হরিপুর এলাকার বাসিন্দা সমীর শীলের মেয়ে ভুগছিল জ্বরে, হচ্ছিল বমি। বুধবার রাতে তাঁকে ভর্তি করানো হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। তখনই এমার্জেন্সিতে বমি করে ফেলে ফুটফুটে অসুস্থ ছোট্ট মেয়েটি।
বাচ্চার বমি পরিষ্কার বাবাকে দিয়েই (Shantipur State General Hospital)
অভিযোগ, এরপরেই জোর করে তাঁর বাবাকে বমি পরিষ্কার করতে বাধ্য করেন এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। ডাক্তারের নাকি দাবি, হাসপাতালের ভেতরে বমি করেছে শিশু। তাই পরিষ্কার করতে হবে তার বাবাকেই। এটা রোগীর পরিবারের কর্তব্য। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় (Shantipur State General Hospital) বলে দাবি শান্তিপুর শহরবাসীর।
আরও পড়ুন: Plastic Leg: পা হারিয়ে ভেঙেছিল জীবনের স্বপ্ন, আশার আলো দেখাল ‘দুয়ারে সরকার’
অভিযোগ অস্বীকার চিকিৎসকের
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার।তাঁর দাবি, রোগীর বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন, তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন। তবে তাকে কোনো রকম জোর করা হয়নি। এরপরেও যদি রোগীর পরিবার অভিযোগ করেন তাহলে তার কিছু বলার নেই।
আরও পড়ুন: Saree Sale with Price: রকমারি শাড়িতে ধামাকা সেল, সুযোগ হাতছাড়া করবেন না
সুপারের কাছে লিখিত অভিযোগ
বৃহস্পতিবার হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিশু কন্যার বাবা সমীর শীল। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন শান্তিপুর স্টেট্ হাসপাতালের সুপার তারক বর্মন। এই অমানবিক চিত্র সামনে আসতেই রাজ্যের শাসকদল এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।
অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিধায়কের
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। শিশু কন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার।