ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রেম দিবসে (Valentine’s Day) পায়ে চোট পেলেন টলি সুন্দরী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। স্বাভাবিক ভাবেই শুটিং থেকে এখন দূরে। কেমন আছেন অভিনেত্রী? যেখানে প্রেম দিবসে সবাই তাদের প্রিয় মানুষের সঙ্গে স্পেশাল মুহূর্ত কাটাচ্ছেন, সেখানে অভিনেত্রী (Actress) শয্যাশায়ী।
ঋতাভরীর মনে প্রেমের হাওয়া (Ritabhari Chakraborty)
বহুদিন ধরেই টলিপাড়ার গুঞ্জন বলছিল, জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী ঋতাভরী (Ritabhari Chakraborty)। আর তিনি যে প্রেম করছেন, সে কথা নিজেই ‘বহুরূপী’র গান মুক্তির দিন জানিয়ে ছিলেন। তাছাড়া অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই স্পষ্ট বুঝতে পারবেন, অভিনেত্রীর মনে এখন প্রেমের হাওয়া। গত বছরের দীপাবলী উৎসবের সময়, সেই প্রেমে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। প্রেমিক বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরা। শোনা যায়, ২০২৫ এর ভ্যালেন্টাইনস ডে’তে অভিনেত্রীর বিশেষ পরিকল্পনা ছিল। এছাড়াও এর আগেও বিশেষ বিশেষ দিনে সুমিতের সাথে সময় কাটাতে, মুম্বাইতে উড়ে যেতেন অভিনেত্রী। কিন্তু এবারে তেমন কোনও প্ল্যান ছিল কিনা জানা যায়নি। তবে ভ্যালেন্টাইনস ডে’তে একাধিক প্ল্যান বাতিল করতে হয়েছে তাঁকে। কারণ একটাই, পায়ে বেশ ভালো রকম চোট পেয়েছেন অভিনেত্রী।
পায়ের টিস্যুতে চোট (Ritabhari Chakraborty)
কি হয়েছে অভিনেত্রীর সঙ্গে? যার কারণে পায়ে এত বড় আঘাত পেলেন? জানা যাচ্ছে, শুক্রবার ভোরেই ঘটেছে বিপত্তি। বাড়ির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে তিনি পড়ে গিয়েছেন। বড় কোনও আঘাত নয়, তবে পা ভীষণ ফুলে রয়েছে। পড়ে যাওয়ায় আঘাত লেগেছে পায়ের টিস্যুতে। স্বাভাবিক ভাবেই সারাদিনের সমস্ত কাজ বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: Monalisa Bhosle: কুম্ভমেলায় বদলেছে মোনালিসার জীবন! বলিউডে পৌঁছে কাকে মিস করছেন?
অভিনেত্রীর পোস্ট
ঋতাভরী নিজের ছবি পোস্ট করে লিখেছেন, “আমি এটা পরিকল্পনা করিনি। এই বছর ভালোবাসা দিবস রোমান্টিক হবে না, কিন্তু এতটা বেদনাদায়ক হবে বলে আশা করিনি। আঘাত মারাত্মক নয়, তবে যথেষ্ট খারাপ। হাঁটতে বা দাঁড়াতে পারছি না। আমাদের শুটিং বাতিল করতে হয়েছে”।
আরও পড়ুন: Kabir Suman: ৭৫ বছরে প্রেমে পড়লেন কবীর সুমন, একফ্রেমে ধরা দিলেন প্রিয়তমার সাথে
প্রেমিককে বিশেষ উপহার
শোনা গিয়েছিল, চিত্রনাট্যকার সুমিতের জন্য অনেক খুঁজে খুঁজে পুরনো দিনের একটা টাইপ রাইটার কিনেছিলেন ঋতাভরী। সুমিত সেই উপহার পেয়ে খুশিও হয়েছিলেন। কিন্তু সুমিতের থেকে কি উপহার পেলেন, সেটা আর জানা গেল না। আপাতত পা যেভাবে ফুলে আছে, ফোলা না কমলে এক্স-রে করতে হবে।
আপাতত বিশ্রামে ঋতাভরী
এই মুহূর্তে অভিনেত্রী ভীষণ ব্যস্ত। তাঁর অভিনীত একের পর এক ছবি মুক্তি পাচ্ছে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের একটা সিরিজের শুটিং চলছে। শুক্রবার যথারীতি শুটিং ছিল। শুটিংয়ে যাওয়ার জন্য সকালে তৈরি হচ্ছিলেন। ঠিক সেই সময়, অসাবধানতাবশত সিঁড়ি থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান। আপাতত বিশ্রামে রয়েছেন। সুস্থ হলে খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরবেন।