ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : শীতের বিদায়বেলায় আবহাওয়ার ভোলবদল (Weather Update)। ঝেঁপে আসছে বৃষ্টি। ফেব্রুয়ারির বিয়ের মরসুমে কি বিয়েবাড়ির আনন্দে জল ঢালবে বৃষ্টি ? দেশের বিভিন্ন অংশেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিতে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। দেশের বেশ কয়েকটি রাজ্য প্রবল বৃষ্টিতে ভিজবে। কবে থেকে আবহাওয়ায় এই বদল? বৃষ্টি চলবে কতদিন? নতুন করে আর পারদ নামার সম্ভাবনা কি রয়েছে? জেনে নিন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Update)
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই তাপমাত্রার পতনে ঠাণ্ডার অনুভূতি ফিরেছে শহর থেকে জেলায়। এরই মধ্যে সপ্তাহের মাঝামাঝি থেকেই বদলাতে পারে আবহাওয়া।আলিপুর আবহাওয়া (Weather Update) দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলাতে এই ‘অকাল বৃষ্টি’। সপ্তাহান্তে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে, তবে দুপুরের দিকে উষ্ণতার অনুভূতি বাড়তে পারে। রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে, মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। শনিবার থেকে আবহাওয়ার বড় বদল হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
পশ্চিমী ঝঞ্ঝার দাপট শুধু বাংলাতেই নয় ,দেশের বেশ কয়েকটি রাজ্য প্রবল বৃষ্টিতে ভিজবে। উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বইবে ঝোড়ো হাওয়া। রাজস্থানে শনিবার থেকে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরিস্থিতি আগামী চারদিন ধরে চলবে।
আরও পড়ুন : পা হারিয়ে ভেঙেছিল জীবনের স্বপ্ন, আশার আলো দেখাল ‘দুয়ারে সরকার’
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৯ তারিখ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়ায়। এইসব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে(Weather Update)। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। শীতের আমেজ পাকাপাকি ভাবে গায়েব হতে শুরু করবে সোমবার থেকে।
তাপমাত্রার পতনে শহর কলকাতাতেও (Kolkata) ঠান্ডার অনুভূতি ভোরের দিকে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : সরকারি হাসপাতালে অমানবিক ঘটনা ,বাচ্চার বমি পরিষ্কার বাবাকে দিয়েই !
উত্তরবঙ্গের আবহাওয়া
তাপমাত্রার পতনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠাণ্ডার অনুভূতি বেড়েছে। আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের আবহাওয়ায় বিশেষ বদল চোখে পড়বে না। সোম থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গড়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।