ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার থেকে বিদেশি মদ (Bourbon Whiskey) মিলবে আরও সস্তায়। শুক্রবার রাতে দু’দিনের আমেরিকা সফর সেরে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১৪ই ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে তার আগেই ভারত সরকার মার্কিন বারবন হুইস্কির (Bourbon Whiskey) উপর থেকে ৫০ শতাংশ শুল্ক কমাল। বিদেশি মদের ২৫ শতাংশই এই বারবন হুইস্কি। বাকিদের ক্ষেত্রে অবশ্য শুল্কে কোনও ছাড়ের কথা জানা যায়নি। অর্থাৎ এই হুইস্কি আরও সস্তায় মিলবে ভারতীয় বাজারে।
বারবন হুইস্কিতে ৫০ শতাংশ কমল শুল্ক (Bourbon Whiskey)
পুরনো ওক কাঠের ব্যারেলে পাস্তুরাইজ করা এই হুইস্কি আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়। ভারতেও এর চাহিদা রয়েছে।ভুট্টার দানা দিয়ে তৈরি হওয়ায় কিছুটা মিষ্টি স্বাদের এই হুইস্কিকে বারবন হুইস্কি (Bourbon Whiskey) বলা হয়। ভারতে যত বিদেশি মদ আমদানি করা হয়, তার প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ ২৫ শতাংশই বারবন হুইস্কি। এতদিন এই হুইস্কিতে ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত। এখন থেকে তা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হল। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিশেষ হুইস্কির উপর প্রাথমিক শুল্ক হবে ৫০ শতাংশ। তার সঙ্গে অতিরিক্ত শুল্ক থাকবে আরও ৫০ শতাংশ। সব মিলিয়ে মোট ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে এই হুইস্কির আমদানিতে। তবে আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনও মদের উপর শুল্ক হ্রাস করা হয়নি
আরও পড়ুন : মুম্বই হামলার মূল চক্রীর প্রত্যর্পণে সায়, রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
নমোর সমঝোতার চাল (Bourbon Whiskey)
আমেরিকান পণ্যের উপর ভারতে শুল্কের পরিমাণ নিয়ে আগে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Bourbon Whiskey)। মোদীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প (Donald Trump) জানিয়েছিলেন, আমেরিকার পণ্যে বড্ড বেশি কর নেয় ভারত। এমনকি বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানিয়েছিলেন, ভারতের উপরে সমান হারে শুল্ক বসানো হবে। অর্থাৎ ভারত আমেরিকার উপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে।তারপর মোদীর সঙ্গে বৈঠকে শুল্কের পরিমাণ নিয়ে ট্রাম্পের আলোচনা হয়েছে। পরে ট্রাম্প জানান, আপস-আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী তাঁর চেয়েও পটু। দুই দেশের বাণিজ্যনীতি নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প।
আরও পড়ুন : মিলল না বীরেনের বিকল্প, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন
১৪ই ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদী। দেখা যাচ্ছে, তার ঠিক আগের দিন কেন্দ্রের তরফে আমেরিকান হুইস্কি (Bourbon Whiskey) থেকে কর তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোদীর ব্যবসায়িক বুদ্ধির তারিফ করে বিশেষজ্ঞ মহল বলছে, ট্রাম্প যাতে তাঁর সামনে অভিযোগের সুযোগ কম পান তাই বৈঠকের ঠিক আগেই সমঝোতার চাল চেলেছেন মোদী। তবে মোদী-ট্রাম্প বৈঠকের পরে শুক্রবার, ১৩ ই ফেব্রুয়ারি বারবন হুইস্কির কর হ্রাসের বিজ্ঞপ্তির কথা প্রকাশ্যে এসেছে।