ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বামী রাজের জন্মদিনে (Birthday) আবেগঘন পোস্ট (Post) করলেন শুভশ্রী। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বেশ কয়েকটি পুরনো ছবি (Raj Chakrabarty Birthday)। টলিউডের (Tollywood ) রাজযোটক জুটি বলা হয় শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তীকে (Raj Chakrabarty) । শুভশ্রীর পোস্টে কমেন্ট করলেন রাজও। স্ত্রীকে ভালোবাসা জানিয়ে কী লিখলেন রাজ? শুভশ্রীর থেকে কী উপহার পেলেন?
স্বামীর উদ্দেশ্যে কী লিখলেন শুভশ্রী? (Raj Chakrabarty Birthday)
২১শে ফেব্রুয়ারি ৫০ বছরে পা দিলেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty Birthday)। স্বামীর জন্মদিনে এই একগুচ্ছ ছবি শেয়ার করলেন শুভশ্রী। ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ” শুভ জন্মদিন পার্টনার, সব আনন্দ তোমার হোক। আমি জানিনা ঠিক কিভাবে ব্রুনো মার্স তোমার জন্য আমার অনুভূতি গুলো জানতে পেরেছিল” । অপরদিকে রাজ কমেন্টে লিখলেন, ” মাই লাভ ইউ আর দা বেস্ট”। অর্থাৎ “আমার ভালোবাসা, তুমিই সেরা”। এছাড়াও অনুরাগী থেকে শুরু করে টলিউডের বহু কলাকুশলীরা শুভশ্রীর ওই পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
পুরনো স্মৃতিতে ডুব (Raj Chakrabarty Birthday)
স্বামীর জন্মদিন উপলক্ষে, বহু গোপন ছবি অভিনেত্রী প্রকাশ্যে এনেছেন (Raj Chakrabarty Birthday)। রীতিমত পুরনো স্মৃতিতে ডুব দিলেন। সেই প্রেমের শুরু করে, তারপর বিয়ে এবং শেষে বাবা-মা হওয়া, বিভিন্ন সময়ের নানান ছবি শুভশ্রী পোস্ট করেছেন। যার মধ্যে অনেক ছবি অদেখা। সাথে রাজের জন্য লিখেছেন মনের কথা।
একগুচ্ছ ছবি শেয়ার
শুভশ্রী যে ছবিগুলো শেয়ার করেছেন, সেখানে বিয়ের ছবি রয়েছে, মেহেন্দির ছবিও রয়েছে। এক অনুরাগী তো কমেন্ট করে লিখলেন “মেহেন্দি আর বিয়ের লুকটা সবথেকে বেস্ট” । কোনও ছবিতে শুভশ্রীর কোলে মাথা দিয়ে রেখেছেন রাজ। আবার কোনও ছবিতে রাজের বাহুলগ্না হয়ে রয়েছেন শুভশ্রী। একটি রোদ মাখা ছবিতে দেখা গেল, রাজের কপালে চুম্বন করছেন শুভশ্রী। রাজের জন্মদিনে দুজনে একসাথে কাটানো নানান মুহূর্তের স্মৃতিচারণা করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Saira Banu : বিচ্ছেদের পরেও ভালোবাসা অটুট, প্রাক্তন স্ত্রীর পাশে এ আর রহমান
রাজকে বিশেষ উপহার
শোনা যাচ্ছে, জন্মদিনে রাজ পরিবার এবং কাজ নিয়েই থাকবেন। যদিও গত বৃহস্পতিবার রাত বারোটা থেকেই জন্মদিন উদযাপন শুরু হয়ে গিয়েছে। জন্মদিনটা তিনি শুরু করেছেন, পরিবারের সঙ্গে কেক কেটে। রাজ প্রতি বছর এভাবেই জন্মদিন সেলিব্রেশন করেন। শুভশ্রীও অসংখ্য লাল গোলাপ মুড়ে উপহার দিয়েছেন রাজকে।
আরও পড়ুন: Salman Khan: শেষে কিনা জ্যাকলিনকে নকল ! সলমনের কাণ্ডে ছি ছি নেটপাড়ায়
দুই সন্তানকে নিয়ে সুখের সংসার
দেখতে দেখতে বিয়ের সাত বছর পার করে ফেলেছেন রাজ-শুভশ্রী। ২০১৮ সালের মে মাসে রীতিমত রাজকীয় ভাবে বিয়ে করেছিলেন দু’জনে। বিয়ের দু বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছিলেন শুভশ্রী। তারপর ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁদের সংসার আলো করে আসে ইউভান। তারপর আসে কন্যা ইয়ালিনি। দুই সন্তানকে নিয়ে এখন রাজ-শুভশ্রীর সুখের সংসার।