ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল (BJPvsAAP) বিজেপির উপর ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননা করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিতর্ক এতদূর গড়িয়েছে যে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে দিল্লির বিরোধী পার্টি আপকে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ বিক্ষোভ দেখাচ্ছেন আম জনতা পার্টির সদস্যরা।
বিজেপিকে তীব্র কটাক্ষ (BJPvsAAP)
এই প্রসঙ্গে ভারতের রাজধানী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দিল্লির বিরোধী (BJPvsAAP) দলনেত্রী অতিশী বলেছেন, “বিজেপি দিল্লি সচিবালয় এবং বিধানসভায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ও সকল মন্ত্রীর কার্যালয়ে বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবি সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বসিয়ে দিয়েছে। তারা কি বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী মোদী, বাবাসাহেব আম্বেদকরের চেয়েও মহান? প্রধানমন্ত্রী মোদী তাঁর জায়গা কোনওদিন নিতে পারবেন?”
বিজেপির বিরূদ্ধে গুরুতর অভিযোগ (BJPvsAAP)
এই প্রসঙ্গে অতিশী আরও বলেছেন, “বিজেপি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবি বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দিয়েছে। বিজেপি কি মনে করে যে প্রধানমন্ত্রী মোদী ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের চেয়েও বড়? যখন আপ বিধায়করা ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের স্লোগান তুলেছিলেন, তখন তাদের সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু যখন বিজেপি বিধায়করা প্রধানমন্ত্রী মোদীর স্লোগান তুলেছিলেন, তখন তাদের কিছুই বলা হয়নি। এর অর্থ হল বিজেপি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে ঘৃণা করে।”
আরও পড়ুন: Kerala Murder Case: মা, বাবা, ভাই সহ ছ’জনকে খুন, আত্মসমর্পণ করে থানায় কেরালার এক যুবক!
সরব আম জনতা পার্টির বিধায়ক
এছাড়াও এই প্রসঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন আপ বিধায়ক গোপাল রাই। তিনি বলেছেন, “আমরাও চাই CAG রিপোর্ট পেশ করা হোক যাতে সব সত্যি কথা প্রকাশ্যে আসে।

“গতকাল তারা যেভাবে ডঃ ভীমরাও আম্বেদকর এবং শহীদ ভগত সিংকে অপমান করেছে, তাতে বিজেপির উদ্দেশ্য কি সেটা একদম স্পষ্ট।”