ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লির স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে (Delhi Health Infrastructure) সম্প্রতি ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া’ (সিএজি)-র একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে দিল্লি সরকারের স্বাস্থ্য বিভাগে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের মারাত্মক ঘাটতি! (Delhi Health Infrastructure)
এতে বলা হয়েছে, দিল্লির সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবাগুলোতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মারাত্মক ঘাটতি রয়েছে। এছাড়াও, হাসপাতালগুলোর পরিকাঠামো ও সরঞ্জামের (Delhi Health Infrastructure) অভাবও চোখে পড়ার মতো।
স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা!
সিএজি রিপোর্ট অনুযায়ী, দিল্লি সরকার পরিচালিত ২৭টি হাসপাতালের মধ্যে ১৪টিতে আইসিইউ সুবিধা নেই, ১৬টিতে ব্লাডব্যাঙ্কের ব্যবস্থা নেই এবং আটটি হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও নেই। এমনকি, ১২টি হাসপাতালে অ্যাম্বুল্যান্স পরিষেবারও অভাব রয়েছে।
আরও পড়ুন: Kashmir Snowfall: ভারী তুষারপাতে জম্মু ও কাশ্মীরে ব্যহত যান চলাচল, তাপমাত্রা নামছে লেহ-তেও
হাসপাতালে নেই মর্গ!
আরও চাঞ্চল্যকর তথ্য হলো, দিল্লির ১৫টি সরকারি হাসপাতালে এখনও মর্গ নির্মাণ করা সম্ভব হয়নি। এছাড়াও, কোভিড-১৯ মহামারির সময় আপৎকালীন তহবিলের সঠিক ব্যবহার না করায় সরকারের ব্যর্থতার কথাও উঠে এসেছে রিপোর্টে।
মহল্লা ক্লিনিকগুলো শোচনীয়
আম আদমি পার্টির সরকারের আমলে ঘটা করে চালু করা মহল্লা ক্লিনিকগুলোর অবস্থাও শোচনীয়। সিএজি রিপোর্টে বলা হয়েছে, বেশিরভাগ ক্লিনিকেই শৌচাগারের মতো মৌলিক সুবিধা নেই। সামগ্রিকভাবে, দিল্লির সরকারি স্বাস্থ্য পরিষেবায় ৫০ শতাংশের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে। নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঘাটতির হার যথাক্রমে ২১ ও ৩৮ শতাংশ।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন
এই রিপোর্ট প্রকাশের পর থেকেই দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্বতন আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠলেও, বর্তমান বিজেপি সরকারের কাছে এখন চ্যালেঞ্জ হল এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা।