ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীঘ্রই রদবদল বিজেপির সর্বভারতীয় সভাপতি(BJP National President)পদের। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। নাড্ডার পর কে হবে নতুন সভাপতি? এখনও থমকে নতুন সর্বভারতীয় সভাপতিকে নির্বাচন করার প্রক্রিয়া। রাজ্যস্তরে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সর্বভারতীয় স্তরে বদল আনা হবে বলেই খবর সূত্রের।
সর্বভারতীয় সভাপতির মেয়াদ শেষ নাড্ডার(BJP National President)
বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President)হিসাবে নাড্ডার মেয়াদকালে একাধিক রাজ্যে সফল হয়েছে অপারেশন পদ্ম। সম্প্রতি, এই ব্রাহ্মণ নেতার হাত ধরেই ২৭ বছর পর আবার দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। আর সেই বিধানসভা নির্বাচন মিটতেই বিজেপির অন্দরে পরবর্তী সর্বভারতীয় সভাপতি খোঁজার জন্য লেগে যায় হিড়িক।
আগামী মাসেই সর্বভারতীয় সভাপতি ঘোষণা(BJP National President)
ইতিমধ্যে দেশের ১২টি রাজ্য নিজেদের সাংগঠনিক নির্বাচন সেরে ফেলেছে বিজেপি। কিন্তু বাকি রয়েছে জেপি নাড্ডার উত্তরাধিকার খোঁজার কাজ। সেই নিয়ে এখন কোনও উচ্চবাচ্য করতে নারাজ পদ্ম শিবির। আগামী মাসের মধ্যেই হয়তো সেই উত্তরাধিকার খোঁজার কাজ সেরে ফেলবে বিজেপি। সূত্রের খবর, আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই সম্ভবত বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলবে বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: Mentally Challenged Man Beaten: গাড়ির গায়ে হেলান দিতেই বেধড়ক মার মানসিক ভারসাম্যহীন যুবককে!
বিজেপির ১১তম সর্বভারতীয় সভাপতি নাড্ডা
২০১৯ সালের ১৭ জুন দলের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জেপি নাড্ডা। ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। এরপর ওই দিনই বিজেপির ১১তম সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত করা হয় জেপি নাড্ডাকে। সেই থেকে বর্তমানে নাড্ডাই দলের সর্বভারতীয় সভাপতি। ইতিমধ্যেই কিন্তু সর্বভারতীয় সভাপতি হিসাবে মেয়াদ শেষ হয়েছে নাড্ডার। নির্ধারিত সময়সীমার বাইরে গিয়ে তাঁকে সামলাতে হচ্ছে দায়িত্ব। যেখানে সম্ভবনা ছিল, ফেব্রুয়ারি মাসেই নিজেদের নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। সেখানে সেই সম্ভবনা এখন এসে ঠেকেছে মার্চে।
আরও পড়ুন: Hindi Imposition Row: চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দি, ক্ষুব্ধ স্ট্যালিন!
সভাপতি নির্বাচনে বিলম্বের কারণ?
এখন প্রশ্ন হচ্ছে সভাপতি নির্বাচনে কেন এত হোঁচট খাচ্ছে পদ্ম শিবির? বিজেপির সাংগঠনিক নিয়মবিধি অনুযায়ী, যতক্ষণ না পর্যন্ত তাদের রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত লাগানো যাবে না। সেই মতো ২৮টি অঙ্গরাজ্যের ১২টিতে ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্য সভাপতি বাছাই করে ফেলেছে বিজেপি। এখনও ৬টি রাজ্যে সভাপতিদের নাম চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা ঠিক করে ফেলা হবে বলে সূত্রের খবর।