ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুকান্ত কুন্ডু (Sukanta Kundu) এবং অনন্যা গুহ’র (Ananya Guha) এনগেজমেন্ট পার্টিতে (engagement party) দেবলীনা নন্দীকে (Debolina Nandy) দেখা যায়নি। অথচ তিনি সুকান্ত-অনন্যার বেশ কাছের মানুষ। এবার জানা গেল আসল কারণ। নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social media) জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁর সাথে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু সেই দুর্ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় বলতেই ধেয়ে এল নানান কটাক্ষ। এবার তারই জবাব দিলেন দেবলীনা। কী বললেন তিনি?
বেশ কয়েকদিন ধরে অসুস্থ (Debolina Nandy)
গাড়িতে দেবলীনা নন্দী (Debolina Nandy) একাই ছিলেন। যাচ্ছিলেন সুকান্ত এবং অনন্যার এনগেজমেন্ট পার্টিতে। কিন্তু রাস্তাতেই ঘটে বিপত্তি। তিনি ভিডিও বার্তার মাধ্যমে জানান, বিগত চার পাঁচ দিন ধরেই তাঁর শরীর খারাপ ছিল। প্রেসার কম ছিল। কাজের চাপও রয়েছে। আর তাছাড়া কাজ তো করতেই হবে। মাঝেমধ্যেই মাথা ঘুরে যাচ্ছিল তাঁর। প্রথমে সুকান্ত-অনন্যার এনগেজমেন্ট পার্টিতে দেবলীনা স্বামী প্রবাহের সঙ্গেই যাচ্ছিলেন। যেতে যেতে প্রবাহের ডিউটি রুটিন পরিবর্তন হয়। তাই প্রবাহ ফিরে আসেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা? (Debolina Nandy)
প্রবাহকে নামিয়ে দিয়ে জাস্ট গাড়িটা স্টার্ট দিতেই ঘটে বিপত্তি (Debolina Nandy)। একটা টার্নিং ঘুরতেই আর কন্ট্রোল করতে পারেননি দেবলীনা। তাঁর মাথা ঘুরে যায়, চোখে অন্ধকার দেখেন। গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে একটা দেওয়ালে। সিটবেল্ট পরেছিলেন, তাই খুব বড় দুর্ঘটনা ঘটেনি। যদিও বুকের পাঁজরে, ঘাড়ে আঘাত পেয়েছেন। এখনও পর্যন্ত ঘাড় সেভাবে ঘোরাতে পারছেন না। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।
ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক
হাসপাতালে থাকাকালীনই এক ভাইকে দেবলীনা বলেন, গাড়িটার ভিডিও আপলোড করতে। দেবলীনার বক্তব্য, আসলে ওই দিন একটা ইভেন্ট ছিল। কিন্তু তিনি যেতে পারেননি। এমনকি তাদেরকে কোনও আপডেটও দিতে পারেননি। ভিডিওটি আপলোড করে লিখেও দেওয়া হয়েছিল যে, দেবলীনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে তিনি ভালো আছেন। কিন্তু মুহূর্তে কমেন্ট বক্সে পজেটিভ নেগেটিভ মন্তব্যে ভরে যায়।
আরও পড়ুন: Subhashree Ganguly: দর্শকদের জন্য শুভশ্রীর সারপ্রাইজ, ওয়েব সিরিজে আনছেন নতুন চমক
দেবলীনার জবাব
বহু নেটিজেন এই দুর্ঘটনায় বেশ আনন্দ অনুভব করছেন। যেটা দেবলীনার ভীষণ খারাপ লেগেছে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক। দেবলীনার বক্তব্য, “যারা সমাজে জঘন্য অপরাধ করছে তাদেরকে নিয়ে কিংবা তাদেরকে দেখে একবারের জন্য মনে হয় না? তারা মরে গেলে ভালো হত! আমি ব্লগ করছি বলে, আমি মরে গেলে ভালো হত! সিরিয়াসলি, বোধ বুদ্ধি আপনাদের বিন্দুমাত্র আছে? সবাইকে বলছি না, বেশ কিছু জন আছেন”।
আরও পড়ুন: Uttam Mohanty: না ফেরার দেশে রচনার নায়ক উত্তম মোহান্তি, শোকস্তব্ধ বিনোদন দুনিয়া
বাংলা গানের জগতের পরিচিত নাম
প্রসঙ্গত, বাংলা গানের জগতের পরিচিত নাম দেবলীনা। পাশাপাশি সমাজমাধ্যম প্রভাবী হিসাবেও দেবলীনার যথেষ্ট পরিচিতি রয়েছে। ইউটিউবে তাঁর গানের চ্যানেলের ফলোয়ার কয়েক লাখ। ফেসবুকেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। গত বছরের ১০ই ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন দেবলীনা। যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা গিয়েছিল অনন্যা, সুকান্ত, অলকানন্দা, সায়কদের। দেবলীনার বন্ধুরা বিয়ের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন।