ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের ঠিক দু’বছর পরেই সুখবর দিয়েছেন (Kiara Advani got Pregnant) বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। তাঁরা শীঘ্রই বাবা-মা হতে চলেছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Kiara Advani got Pregnant)
এই সুখবরটি তাঁরা সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে (Kiara Advani got Pregnant) শেয়ার করেছেন। পোস্টে দেখা গেছে, সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা, যা তাঁদের হাতের উপর রাখা। এর মাধ্যমে তাঁরা সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।”
ভালোবাসার বন্যা
এই পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কপূরের মতো তারকারা এই দম্পতিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: Debolina Nandy: অনন্যা-সুকান্তর বাগদানের আগেই বড় দুর্ঘটনা! কী ঘটেছিল দেবলীনার সাথে?
সিড-কিয়ারার রসায়ন
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। কিয়ারা একাধিক সাক্ষাৎকারে সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গেই তাঁর ঘরে ফেরার অনুভূতি মনে হয়। কিয়ারা বলেছিলেন, “ওর সঙ্গে থাকলে মনে হয় যেন বাড়িতেই রয়েছি। আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানেও অনেক ভালবাসা ও আদর পেয়েছি।”

আগামীর কাজ
কাজের দিক থেকে কিয়ারাকে আগামী দিনে দেখা যাবেন ‘ডন ৩’-এ, যেখানে তিনি রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধছেন। অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা যাবে ‘পরম সুন্দরী’ ছবিতে। কিউট এই বলি দম্পতির জীবনের এই সুখবর শুনে আনন্দিত সিড-কিয়ারার ভক্তগণ।