ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফলপ্রকাশের পর হরিয়ানায়(Haryana Congress) পরাজয় স্বীকার করতে হয় কংগ্রেসকে। প্রায় নিশ্চিত ছিল একটি রাজ্য। সেই রাজ্য হাত ছাড়া হয়ে যায় কংগ্রেসের। আর এক হারের কারণ হিসাবে আম আদমি পার্টিকেই বলা হচ্ছে। তবে যে তথ্য উঠে আসছে তা বলছে অন্য কিছু। তথ্য অনুযায়ী, দলেরই একাংশ বিরোধী শক্তির সঙ্গে গোপন বোঝাপড়া করে বিজেপির জয় নিশ্চিত করেছে বলে মনে করছে কংগ্রেস হাইকমান্ড। জানা যাচ্ছে দল বিরোধী কাজে যুক্ত ছিলেন কংগ্রেসের ১৪ জন নেতা। সেই কারণেই দল থেকে এই ১৪ জন নেতাকে বহিষ্কার করল কংগ্রেস।
প্রত্যাশার বাইরে ফল (Haryana Congress)
হরিয়ানায়(Haryana Congress) ফলাফল প্রকাশের পর দেখা যায় ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপি একাই ৪৮টি আসন পায়। কংগ্রেস পায় ৩৭, আইএনএলডি ৩ এবং নির্দল প্রার্থীরা দু’টি আসনের দখল নেয়। প্রত্যাশার বাইরে ফল হওয়ায় হারের কারণ জানতে প্রদেশ নেতৃত্বকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীরা। পর্যবেক্ষক নিয়োগ করা হয় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন ও প্রতাপ সিং বাজওয়াকে।
জয় নিশ্চিত ছিল কংগ্রেসের (Haryana Congress)
মনোহরলাল খাট্টারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহরা। কিন্তু তারপরেও জয়ের বিষয়ে নিশ্চিত ছিল কংগ্রেস(Haryana Congress)। আপের সঙ্গে জোট নিয়ে প্রাথমিকভাবে কথাবার্তা শুরু হলেও সফল হয়নি। আলাদা করে ভোটের ময়দানে বিজেপি, কংগ্রেস ও আপকে দেখা যায়।
বিরোধীদের সাহায্য করার অভিযোগ
বৃহস্পতিবার এক প্রাক্তন বিধায়ক-সহ ৫ জনকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়। এর আগে ১৯ তারিখ ৯ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় হাইকমান্ড। এঁদের সকলের বিরুদ্ধে বিরোধীদের সাহায্য করার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। অন্তর্ঘাতের কথা স্বীকার করে নিয়েছেন দলের এক হেভিওয়েট সাংসদ। তিনি জানান, অন্তর্ঘাত না হলে এই ফল সম্ভব নয়।
কংগ্রেসে রাখা হবে না
যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত তাঁদেরকে কংগ্রেসে রাখা হবে না। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে পর্যবেক্ষকদের উপস্থিতিতে এখনও পর্যন্ত তিনবার পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে হারের কারণ হিসাবে আপের সঙ্গে ভোট কাটাকুটি, গোষ্ঠীকোন্দল ছাড়াও বিরোধীদের সাহায্য করার অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের সত্যতা যাচাই না করেই এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য শুরু হয়েছে বিতর্ক।