ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে (Himanta Biswa Sharma) মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন হেমন্ত বিশ্ব শর্মা। তিনি ঔরঙ্গজেবের কথা টেনে বললেন ঔরঙ্গজেব যেহেতু হিন্দু ধর্মের অবসান ঘটানোর শপথ নিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী উভয়েই ব্যর্থ হবেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনীতি মহলে বিতর্ক।
মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রসঙ্গ (Himanta Biswa Sharma)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রসঙ্গ টেনে আনলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma)। কলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘ঔরঙ্গজেব হিন্দু ধর্মকে ধ্বংস করার শপথ নিয়েছিলেন, কিন্তু হিন্দু ধর্ম শেষ হয়নি, ঔরঙ্গজেব শেষ হয়ে গিয়েছেন। আজ আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে বলতে চাই যে তারা যদি মনে করেন যে তারা হিন্দু ধর্মের অবসান ঘটাতে পারবেন তবে আমি তাদের বলতে চাই যে হিন্দুত্ব শেষ হবে না। তাঁরা শেষ হয়ে যাবেন। হিন্দুধর্ম কখনও শেষ হতে পারে না।
আগামী প্রজন্মকে হিন্দুত্বের অনুশীলন (Himanta Biswa Sharma)
বিজেপি নেতা হিমন্ত (Himanta Biswa Sharma) বলেছেন, “আগামী প্রজন্মকে হিন্দুত্বের অনুশীলনের মধ্যে দিয়ে বেড়ে উঠতে হবে। এই ভাবেই হিন্দুত্বের প্রসার হবে।” এই সূত্রেই তিনি হিন্দুত্ব এবং ‘ভারত-সভ্যতা’র সঙ্গে বিজেপির ‘যোগসূত্র’ দাবি করে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: Manipur: অশান্ত মণিপুর নিয়ে কড়া বার্তা শাহের, বেঁধে দিলেন সময়সীমা
স্বাধীনতা-পর্বের ইতিহাস স্মরণ
হিমন্ত বলেন, “ওঁদের ইতিহাস কত দিনের জিজ্ঞাসা করা হলে, ওঁরা বলবেন তা ৩০, ৫০ বা ১০০ বছরের। আর আমাদের ইতিহাস পাঁচ হাজার বছরের!” হিমন্ত এ দিন স্বাধীনতা-পর্বের ইতিহাসও স্মরণ করেছেন। তাঁর কথায়, “স্বাধীনতার সময়ে একটি দেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা চাইলে হিন্দু-রাষ্ট্র বলে পরিচয় দিতে পারতাম। কিন্তু আমাদের বিশ্বাস, দেশের সবাই একই পরমাত্মার সন্তান। তাই আমরা ধর্মনিরপেক্ষতা ও সর্বধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলি।”
‘নরেন্দ্র মোদীও আসবেন’
সমাবেশে করতালির মধ্যে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমাদের পাঁচ হাজার বছরের পুরনো ইতিহাস রয়েছে। উত্থান-পতন স্বাভাবিক। কখনও বাংলায় তৃণমূল আসবে। মাঝে মাঝে দেশে কংগ্রেস আসবে। তবে নরেন্দ্র মোদীও আসবেন। ঔরঙ্গজেব যেহেতু হিন্দু ধর্মের অবসান ঘটানোর শপথ নিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী উভয়েই ব্যর্থ হবেন। এমন কথা বলে উপমহাদেশের রাজনৈতিক এবং ধর্মীয় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদের কটাক্ষও করেছেন তিনি।