ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নির্বিঘ্নেই মিটল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা (HS Examination 2025)। সোমবার ছিলো বাংলা পরীক্ষা। বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্কুলগুলিতে। এমনটাই দাবি পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের। এক পরীক্ষার্থীর অভিভাবক সুশান্ত রায় বলেন, ”বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি এই স্কুলে।” আসেপাশের স্কুলগুলিতেও SFI সমর্থকদের ডাকা এই ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি বলে দাবি করেছেন তিনি ।
অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই (HS Examination 2025) যাদবপুরকাণ্ডের প্রতিবাদে কলকাতা সহ জেলায় জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনার আঁচ। শিলিগুড়িতে TMC-DSO হাতাহাতির অভিযোগ। কোচবিহারের জেন্সকিন স্কুলে TMCP সমর্থকদের ওপর হামলার অভিযোগ AIDSO-র বিরুদ্ধে। AIDSO-র পিকেটিং ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ছাত্র ধর্মঘটে উত্তেজনা ছড়িয়েছে পাঁশকুড়ার বনমালী কলেজেও। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির অভিযোগ। মেদিনীপুরে পুলিশের সঙ্গে তুলকালাম বাঁধে বাম সমর্থকদের। পাল্টা লাথি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-news-woman-allegedly-attacked-by-husband-lover/
লাঠি হাতে নিয়ে জলপাইগুড়িতে বামেদের ডাকা ছাত্র ধর্মঘটের বিরোধিতায় নামে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চত্বরে সোমবার এমন ছবি দেখা গিয়েছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের দাবি, বাম ছাত্র সংগঠনের কোনও অস্তিত্ব নেই। ধর্মঘটের সমর্থনে কোথাও কোনও পিকেটিং করতে দেখা যায়নি। এই ধর্মঘট ডেকে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করা হয়েছে বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের (HS Examination 2025)।
আরও পড়ুন: https://tribetv.in/bankura-hs-student-make-tragic-decision-before-exam-str/
অন্যদিকে, SFI-এর ডাকা ছাত্র ধর্মঘটে কোনও প্রভাবই পড়লো না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় দখল করে নিলো টিএমসিপি, বিশ্ববিদ্যালয়ের মূল গেটে চলে SFI এর বিরুদ্ধে স্লোগান। SFI-এর একজন কর্মীকেও দেখা গেলো না। বিশ্ববিদ্যালয় চত্বরে (HS Examination 2025), বিশ্ববিদ্যালয়ের সামনে কোনও উত্তেজনা যাতে না ছাড়ায় তার জন্য মোতায়ন করা হয় বিশাল পুলিশ পিকেটের।