ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোনপ্রয়াগ থেকে কেদারনাথ (Ropeway Service To Kedarnath) এবং গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহিব- উত্তরাখণ্ডে জোড়া রোপওয়ে প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী ৪ থেকে ৬ বছরের মধ্যে এই প্রকল্প শেষ হবে বলে জানা যাচ্ছে।
মোট ৬,৮১১ কোটি টাকা খরচ (Ropeway Service To Kedarnath)
দুটি প্রকল্পের জন্য মোট ৬,৮১১ কোটি টাকা খরচ হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে (Ropeway Service To Kedarnath)। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ের দৈর্ঘ্য হবে ১২.৯ কিলোমিটার। আর গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহিবের দৈর্ঘ্য মোটামুটি ১২.৪ কিমি হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্প শেষ করার পরিকল্পনা করবেন কেন্দ্র।
১১,৯৬৮ ফুট উচ্চতায় কেদারনাথ (Ropeway Service To Kedarnath)
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূপৃষ্ঠের ১১,৯৬৮ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির (Ropeway Service To Kedarnath)। আপাতত সোনপ্রয়াগ থেকে ২১ কিমি পথ পেরিয়ে কেদারনাথে পৌঁছাতে হয়। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত পাঁচ কিমি রাস্তা আছে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত ১৬ কিমি ট্রেক করতে হয়। নয়া প্রকল্প অনুযায়ী, ওই পুরো রাস্তাটা রোপওয়ে করে যাওয়া যাবে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার অধীনস্থ ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের তত্ত্বাবধানে সেই রোপওয়ে প্রকল্পের কাজ চলবে।
আরও পড়ুন: Supreme Court: রাস্তাঘাটে শিশুর স্তন্যপানে আলাদা কক্ষ, কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের
১,৮০০ জন যাতায়াত করতে পারবেন
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগে যে পথটা যেতে আট থেকে নয় ঘণ্টা লাগত, রোপওয়ে তৈরি হয়ে গেলে সেটা যেতে মোটে ৩৬ মিনিট লাগবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১,৮০০ জন যাতায়াত করতে পারবেন। তিনটি জায়গায় দাঁড়াবে – সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড এবং কেদারনাথ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এখন বছরে মাসদুয়েক কেদারনাথে যাওয়া যায়। রোপওয়ে চালু হয়ে গেলে সেটা ছয় মাস হয়ে যাবে। রোপওয়ে তৈরি হলে বয়স্করাও সহজে ১১,৯৬৮ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথে সহজেই যেতে পারবেন।
মাত্র ৩৬ মিনিটেই কেদারনাথ
অমরনাথের পরে ভারতের অন্যতম কঠিন হিন্দু তীর্থযাত্রা হল উত্তরাখণ্ডের কেদার ও বদ্রী। অতীতের তুলনায় পথ সুগম হয়েছে। তাই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা গাড়িতে যাওয়া যায়। তার পরেও গৌরীকুণ্ড থেকে ১৬ কিলোমিটার পাহাড়ি পথে ট্রেকিং করে কেদারনাথ পৌঁছতে হয়। মোদী সরকারের দাবি, এখন কেদারনাথ পৌঁছতে হলে গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে, ঘোড়ায় চেপে বা পালকিতে চেপে যে রাস্তা পার হতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে, তা রোপওয়ের মাধ্যমে মাত্র ৩৬ মিনিটেই হয়ে যাবে।