ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রুবেল মোহনার সাথে ছোট পর্দায় দেখা গেল দেবকে (Tui Amar Hero)। রুবেলের কাঁধে হাত দিয়ে ডায়লগ বলছেন দেব। ‘তুই আমার হিরো’র প্রোমোতে দেবকে (Dev) হঠাৎ দেখা গেল কেন? তবে কি এই ধারাবাহিকের কোনও চরিত্রে দেবকে দেখা যেতে পারে?
ধারাবাহিকে এন্ট্রি নিলেন দেব! (Tui Amar Hero)
গত বুধবার জি বাংলার (Zee Bangla) তরফ থেকে একটি নতুন প্রোমো সামনে এসেছে। যে প্রোমো দেখে রীতিমত অবাক দর্শকরা (Tui Amar Hero)। ‘তুই আমার হিরো’র প্রোমোতে সুপারস্টার দেব। কিন্তু দেব কেন এই ধারাবাহিকে এন্ট্রি নিলেন? আগামী ১০ই মার্চ থেকে প্রতিদিন সন্ধে ছ’টায় এই ধারাবাহিক শুরু হতে চলেছে। যেখানে নায়ক নায়িকা হয়ে জুটি বেঁধেছেন রুবেল দাস (Rubel Das) এবং মোহনা মাইতি (Mohona Maiti)।
প্রকাশ্যে নতুন প্রোমো (Tui Amar Hero)
ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যায়, দরজা খুলে একটি ঘরে প্রবেশ করছেন দেব (Tui Amar Hero)। যে ঘরের দেওয়ালে রয়েছে দেবের বেশ কিছু ছবি। তাঁকে বলতে শোনা যায়, ” দীপক থেকে দেব হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না।” পাশাপাশি দেবের মুখে শোনা যায় স্বপ্নভঙ্গ, ব্যর্থতা, পরীক্ষার পর পরীক্ষা, নিজেকে দেওয়া প্রমিসের কথা। নিজেই নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন , তিনি হেরে যাবেন না। আর এই জিতই হয়ত একদিন সবকিছু বদলে দিল। আর দর্শকরা বললেন “তুই আমার হিরো”। এতদূর পড়ে নিশ্চয়ই ভাবছেন, তাহলে এই ধারাবাহিকে কি দেবের গল্প থাকবে?? আজ্ঞে না, এখানে থাকবে সুপারস্টার শাক্যজিতের গল্প। আর সেই সুপারস্টারের ভূমিকায় রয়েছেন রুবেল দাস।

আরও পড়ুন: Bengali Serial TRP List: শীর্ষস্থানে বহাল পরিণীতা, টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম দশে কারা?
শাক্য-আরশির লাভ স্টোরি
দেবকে বলতে শোনা গিয়েছে, “সুপারস্টার শাক্যজিতের গল্পটা হুবহু আমার মতই। বাইরে থেকে সুপারস্টার হলেও ভিতরে ভিতরে আজও মিস করে পাড়ার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, ফাউ সমেত ফুচকা, কাদামাটি ফুটবল”। তারপর দেব নিজেই বলেন, নায়ক থাকবে আর নায়িকা থাকবে না? অপরদিকে করিডোর দিয়ে হেঁটে আসতে দেখা যায় মোহনা মাইতিকে। ‘তুই আমার হিরো’তে দেখা যাবে শাক্য আর আরশির লাভ স্টোরি। এই ধারাবাহিকের গল্পে দেব নেই । মূলত ‘তুই আমার হিরো’র প্রচারের জন্যই বাস্তবের সুপারস্টার আর পর্দার সুপারস্টার এক হয়েছিলেন।

আরও পড়ুন: Alia-Ranbir: দ্বিতীয়বার মা হচ্ছেন আলিয়া! সন্তানের নাম ঠিক করে ফেলেছে কাপুর পরিবার
দর্শকদের প্রত্যাশা
ধারাবাহিকের প্রোমো দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। ‘তুই আমার হিরো’তে রুবেলকে দেখা যাচ্ছে একেবারে অন্য রূপে। কিছুদিন আগেই ‘নিম ফুলের মধু’র শুটিং শেষ করেছেন রুবেল। যেখানে তাঁকে দেখা গিয়েছিল সৃজনের ভূমিকায়। তবে সৃজন আর সাক্য, এই দুটো চরিত্র একেবারেই ভিন্ন। একটা ধারাবাহিক শেষ না হতে হতেই, আর একটা ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন তিনি। সাধারণত এমনটা হয় না। সেক্ষেত্রে অনেকেই বলছে, রুবেলের সময়টা বেশ ভালো যাচ্ছে। নিজের পরিশ্রম আর অভিনয়ের গুণে একের পর এক মেগায় কিস্তিমাত করছেন তিনি। অপরদিকে মোহনা মাইতিও যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী। এর আগে একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই ‘তুই আমার হিরো’ নিয়ে দর্শকদের প্রত্যাশা কম নয়।