ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপির (BJP) নতুন রাজ্য সভাপতি কে হবে, তা নিয়ে ডামাডোল অব্যাহত। এমনতেই দলের মধ্যে রয়েছে একাধিক গোষ্ঠী। তাঁদেরও নজর কে হবেন নতুন সভাপতি সেদিকে। সূত্রের খবর, সব ঠিক থাকলে হয়তো দোলের আগে ঘোষণা হবে পারে নতুন সভাপতির নাম। চর্চা রয়েছে অনেকগুলি নাম নিয়েই।
এ যেন শেষ হয়েও হয় না শেষ। কে হবেন বিজেপির (BJP) নতুন রাজ্য সভাপতি তা নিয়ে জটিলতা চলছেই। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নতুন সভাপতির নাম কী ঘোষণা হবে, অনেকগুলি সম্ভবনা এক্ষেত্রে উঠে আসছে। সূত্রের খবর, মঙ্গলবার এবিষয়ে দিল্লিতে রাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্য ও রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানে বাংলায় আসার জন্য অনুরোধও করা হয়।
আরও পড়ুন: BJP’s Election Preparation: ‘২৬ এর নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, আগেভাগেই মাঠে নামল বিজেপি!
সূত্রের খবর, দোলের আগে বঙ্গ বিজেপির (BJP) নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে মার্চের শেষ রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বঙ্গ বিজেপির নতুন টিমের সঙ্গে ছাব্বিশের রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্যের কথায় ঠিক সময়ই ঘোষণা করা হবে নতুন সভাপতির নাম।
আরও পড়ুন: Voter List Scam: ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠক, নেই অভিষেক, থাকবেন পরের ভার্চুয়াল বৈঠকে
সূত্রের খবর, নতুন সভাপতি হিসেবে অনেকগুলি নাম রয়েছে চর্চায়। তার মধ্যে রয়েছে দিলীপ ঘোষ, জ্যোতির্ময় মাহাত, দীপক বর্মনের নাম। আবার রাজ্য সভাপতি পদে মহিলা মুখের কথাও বলছেন কেউ কেউ। সেক্ষেত্রে আলোচনায় রয়েছে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরি। অনেকে আবার চাইছেন সুকান্ত মজুমদারকে ছাব্বিশের নির্বাচন অবধি রাজ্য সভাপতি পদে রেখে শমীক ভট্টাচার্যকে কার্যকরি সভাপতি করা হোক (BJP)। একাধিক বিষয়, নাম চর্চায় রয়েছে তবে শেষ পর্যন্ত কী হয় তার উত্তর দেবে সময়।