ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলা (Zee Bangla) সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ (Sonar Sansar Awards 2025) শো’তে যেন চাঁদের হাট। অভিনেতা-অভিনেত্রীদের সাজ ছিল নজরকাড়া। যেন এক জমজমাট জলসা। কোন তারকাকে কোন লুকে দেখা গেল? কোন অভিনেতা অভিনেত্রীর সাজ ছিল সবার মধ্যমণি? কিংবা কোন নায়ক নায়িকার লুক দেখে সবাই মুগ্ধ? সোনার সংসার অ্যাওয়ার্ড শো’য়ে তারকাদের সাজ কেমন ছিল?
মিষ্টি লুকে রুবেল-শ্বেতা (Sonar Sansar Awards 2025)
সোনার সংসার অ্যাওয়ার্ড শো’য়ে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন নব দম্পতি রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। রুবেলের পরনে ছিল কালো শার্ট, কালো প্যান্টের সাথে সাদা ব্লেজার (Sonar Sansar Awards 2025)। চোখে চশমা। অপরদিকে একেবারে বাঙালি বধূর লুকে দেখা গিয়েছে শ্বেতাকে। হালকা গোলাপি রঙের শাড়ির সাথে সোনার গয়না, চুলে খোঁপা করা। তাতে রয়েছে ফুল। সবমিলিয়ে শ্বেতাকে লাগছিল মিষ্টি বউ।
সাদা পরীর লুকে ঋতু রাই! (Sonar Sansar Awards 2025)
হালকা ছাই রংয়ের শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। তার সঙ্গে রংমিলান্তি করে সেজেছিলেন অপরাজিতার স্বামী (Sonar Sansar Awards 2025)। অপরদিকে এদিন বিশেষ ভাবে নজর কাড়ে, ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকের মেহেন্দি (Mehendi ) অর্থাৎ ঋতু রাই আচার্যের ( Ritu Rai Acharya) সাজ। যেন এক্কেবারে সাদা পরী। কানে ঝোলা দুল। পরনে সাদা অফ সোল্ডার ব্লাউজের সাথে সাদা শাড়ি। ম্যাচিং করে হাতে ছিল সাদা ব্যাগ। ঋতু রাইয়ের এই পোশাক তৈরি করতে সময় লেগেছে পুরো একমাস। ডিজাইনার সম্পূর্ণা। অপরদিকে ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের ফুলকি অর্থাৎ দিব্যানি মণ্ডলকে লাগছিল বাড়ির মিষ্টি মেয়ে। সেজেছিলেন গোলাপি পোশাকে। পোশাকের উপর ছিল অজস্র গোলাপের কাজ।
আরও পড়ুন: Kiran-Sayanta: “পাপ বাপকেও ছাড়ে না”, প্রাক্তন প্রেমিক সায়ন্তর বিরুদ্ধে একজোট কিরণ-দেবচন্দ্রিমা
গর্জিয়াস লুকে ‘নিম ফুলের মধু’ টিম
অপরদিকে কালো শাড়িতে গর্জিয়াস লুকে দেখা গিয়েছে ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) জেঠিমাকে। সৃজনের মা অর্থাৎ অভিনেত্রী অরিজিতাকে দেখা গিয়েছে সাদা পোশাকের সঙ্গে রঙিন আঁচলে। অরিজিতার সাজ ছিল একেবারেই ব্যতিক্রম। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের অনিকেতের মা অর্থাৎ অদিতি চ্যাটার্জী (Aditi Chatterjee) এদিন এসেছিলেন এক্কেবারে সাবেকি লুকে। নাকে বড় নথ। নীল জরির কাজ করা শাড়িতে সেজে ছিলেন তিনি। সাথে ছিল সাবেকি গয়না।
আরও পড়ুন: Subhashree Ganguly: শুভশ্রীর মুখে খাদানের নাম, কাদের ঝুলিতে থাকবে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ?
মেয়ের সাথে কনীনিকা
এদিন মেয়েকে নিয়ে এসেছিলেন কনীনিকা ব্যানার্জি (Koneenica Banerjee)। তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার রান্নাঘর সঞ্চালনা করতে। পরনে লাল শাড়ির সঙ্গে ছিল সবুজ ব্লাউজ। মাথার খোঁপায় ছিল সাদা ফুল। ভীষণ মিষ্টি লাগছিল অভিনেত্রীকে। হাতে অ্যাওয়ার্ড নিয়ে বলেন “এই অ্যাওয়ার্ড আমার নয়। এটা আমার মেয়ের। সবথেকে স্যাক্রিফাইস করেছে মেয়ে। ও আমাকে সময় ছাড়ে বলে, আমি কাজ করতে পারি।”