ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ বসন্ত উৎসব। হোলির উৎসবে মেতে ওঠার আগেই ফের জোরাল ভূমিকম্প(Earthquake)। ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ। শুক্রবার ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে লাদাখ পর্যন্ত সেই কম্পন অনুভূত হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এই ভূমিকম্প অনুভূত হয়েছে কাশ্মীরেও।
ভোর রাতে জোরাল ভূমিকম্প(Earthquake)
জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্প(Earthquake) হয় কার্গিলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে লাদাখ পর্যন্ত তা অনুভূত হয়েছে।
কম্পনের তীব্রতা রিখটার স্কেলে পাঁচের উপরে(Earthquake)
এ দিন ভূকম্পনের(Earthquake)তীব্রতা এতটাই ছিল যে ঘুমের মধ্যেও জোরাল ধাক্কা অনুভব করে বাসিন্দারা। তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে পাঁচের উপরে থাকায় জোরাল ধাক্কা অনুভব করেছেন বাসিন্দারা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন: Anorexia Nervosa: রোগা হতেই হবে, ৫ মাস ধরে শুধু জল খেয়েই মৃত্যু তরুণীর!
বিগত এক মাসে একাধিকবার ভূমিকম্প
বিগত এক মাসে একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত ৮ মার্চ নেপালে শক্তিশালী ৫.১ মাত্রার ভূমিকম্প হয়, যার কম্পন ভারত, বাংলাদেশ, চিন ও ভুটানেও অনুভূত হয়েছিল। তার আগে গত মাসে অসমে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
আরও পড়ুন: Journalists Arrested: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, গ্রেফতার দুই মহিলা সাংবাদিক
বৃহস্পতিবারই তিব্বতে অনুভূত হয়েছিল ভূকম্পন
মাসখানেক ধরে উত্তর ও উত্তর পূর্ব ভারত একাধিক বার কেঁপে উঠেছে ভূমিকম্পে। বৃহস্পতিবারই ভূকম্পন অনুভূত হয়েছিল তিব্বতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩। মাটির ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তার পর ২৪ ঘণ্টা যেতে না যেতেই কাঁপল কার্গিল থেকে তিব্বত। প্রসঙ্গত, লেহ ও লাদাখ সিসমিক জোন-৪ এর উপরে অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। হিমালয়ের নীচে থাকা টেকটনিকাল প্লেটের সংঘর্ষের কারণে প্রায়সই ভূমিকম্প অনুভূত হয়।