ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) উপর রীতিমত ক্ষোভ উগরে দিলেন সানি দেওল (Sunny Deol)। শুধু তাই নয়, বলিউড ছাড়ার হুঁশিয়ারিও দিলেন। কেনই বা রেগে গেলেন তিনি? তবে কি তিনি প্রাপ্য সম্মান পেলেন না? রাগত স্বরে এও বললেন, বলিউড পরিচালকদের উচিত দক্ষিণী প্রযোজকদের থেকে শেখা। উত্তর ভারতের পর এবার দক্ষিণ ভারতে সানি দেওল ঠিক কতটা কামাল দেখাতে চলেছেন?
সম্মান দেয়নি বলিউড (Sunny Deol)
বলিউডের অন্দরে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার (Sunny Deol)। বলিউড যে দেওল পরিবারকে যোগ্য সম্মান কোনও দিনও দেয়নি, সেই আক্ষেপের সুর শোনা গিয়েছিল ধর্মেন্দ্রর গলায়। ‘গদর ২’ এর বক্স অফিস সাফল্য দিয়ে বলিউডকে বুঝিয়ে দিয়েছেন, দেওল পরিবারকে কোনঠাসা করা যাবে না। অপরদিকে ববি দেওলও পিছিয়ে নেই। দাদার মতোই কামব্যাক করেছেন তিনি। গৌণ চরিত্র হলেও, শোরগোল ফেলে দিয়েছেন অ্যানিম্যাল ছবিতে।
বলিউড ছাড়ার হুঁশিয়ারি (Sunny Deol)
বলিউড ছাড়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন সানি দেওল (Sunny Deol)। এক্ষেত্রে তিনি বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করলেন না। সানির মন্তব্য, “বলিউড পরিচালকদের উচিত দক্ষিণী প্রযোজকদের থেকে শেখা। ভালো করে হিন্দি সিনেমাটা তৈরি করা। তারপর সিনেমা কিভাবে ভালো করে বানাতে হয়, সেটা শিখতে হবে। চিত্রনাট্যই আসল হিরো। আমি তো জাট সিনেমাটা করতে গিয়ে ভীষণ মজা পেয়েছি। বলে এসেছি, আমাকে নিয়ে যেন আর একটা সিনেমা তৈরি করে। একদিন হয়ত দক্ষিণে গিয়েই পাকাপাকি ভাবে বসবাস শুরু করব ।”
দক্ষিণ ভারত দেখবে সানির কামাল
রীতিমত হুঁশিয়ারি দিয়ে ‘জাট’ অভিনেতা বলেন, ” আমার হাতের কামাল দেখেছে গোটা উত্তর ভারত। এবার দক্ষিণ ভারত দেখবে। আমাদের ইন্ডাস্ট্রিতে বিদেশি প্রভাব প্রচুর। যার জন্য আমরা ভুলে গেছি, আমাদের দেশে কি কি ধরনের সিনেমা তৈরি হত। সেই দিনগুলিতে আমাদের ফিরে যাওয়া উচিত।” ঢায় কিলো কা হাত দেখিয়ে যখন সানি দেওল হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তাঁর মুখে শোনা গিয়েছে ঘটক, দামিনী, অর্জুনের মতো ছবির কথা।
আরও পড়ুন: Ahona Dutta: অহনার জীবনে বদল, ট্রেনিং দিচ্ছেন পোষ্যদের! কীভাবে কাটাচ্ছেন মাতৃত্বকালীন সময় ?
দর্শকমহলে জাটের প্রশংসা
কিছুদিন আগেই অনুরাগ কাশ্যপের মুখে বলিউড ছাড়ার কথা শোনা গিয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখালেন সানিও। সানির হাত ধরেই দক্ষিণী পরিচালক গোপিচাঁদ মালিনেনি বলিউডে পা দিয়েছেন। নেপথ্যে রয়েছে জাট সিনেমা। ইতিমধ্যেই ছবি ট্রেলার দর্শক মহলে যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছে।
আরও পড়ুন: Rhea Chakraborty: ” জেল খাটানো হল নির্দোষ মেয়েকে”! সুশান্ত কেসে রিয়ার পাশে বলিউড
কর্মে বিশ্বাসী সানি
এই ছবির ট্রেলার অনুষ্ঠানে সানি দেওল বলেন, তাঁর ভালো লাগছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের কাজের কদর করছে। আর এটাই যোগ্য সময়। তিনি অনেক বছর অপেক্ষা করেছেন। তাঁদের পরিবারের আসল স্বীকৃতি পেতে বরাবরই দেরি হয়। অভিনেতার কথায়, কর্ম করে যাও, ফলের আশা না করে। লড়ে যাও, থেমো না।