ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সকালে শিলিগুড়ির (Siliguri Bus Accident) বর্ধমান রোডে একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে। জলপাই মোড় ও নৌকাঘাটের মাঝখানে তার পিছনের দু’টি চাকাই খুলে বেরিয়ে যায়। চালক কোনো ভাবে সামলে ওঠেন। কোনো বাচ্চা আহত হয়নি বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকরা এবং শিলিগুড়ি থানার পুলিশ। বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।
হঠাৎ নিয়ন্ত্রণ হারায় (Siliguri Bus Accident)
জানা গিয়েছে, সকাল ন’টা নাগাদ ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলবাস (Siliguri Bus Accident) ২০ পড়ুয়াকে নিয়ে শিলিগুড়ি শহরের জলপাই মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রবল ঝাঁকুনি শুরু হয় গাড়িতে। চালক বেগতিক পরিস্থিতি বুঝে গাড়ির গতি কমিয়ে আনেন। ঠিক তখনই মাঝ রাস্তায় খুলে যায় বাসের পিছনের দুটি চাকার যন্ত্রাংশ অর্থাৎ ডিফেনসন। ওই অবস্থায় বিকট শব্দ করে রাস্তা দিয়ে ঘষটে কিছু দূরে চলে বাসটি। চালক অনেক সতর্কতার সাথে নিয়ন্ত্রণে আনেন বাসটি।
মেরামতির অভাবে এই ঘটনা (Siliguri Bus Accident)
আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। বেসরকারি স্কুলটির তরফে পরে বিকল্প বাসের ব্যবস্থা করে অন্য পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী গৌতমচন্দ্র মহন্ত জানান, “বাস মেরামতির অভাবে এই ঘটনা ঘটেছে। বেসরকারি স্কুলবাসগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে বারবার প্রশ্ন উঠছে কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” ঘটনার পর ক্ষোভ উগরে দেন স্থানীয়দের পাশাপাশি অভিভাবকদের একাংশ।
আরও পড়ুন: Belgharia TMC Worker: পার্টি অফিসের সামনেই খুন তৃণমূল কর্মী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি
প্রতি মাসে মোটা টাকা নেওয়া হয়
অভিভাবকরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, স্কুল বাসের জন্য প্রতি মাসে মোটা টাকা নেওয়া হয়। তার পরেও এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। অভিভাবকদের প্রশ্ন, স্কুলবাসের কোনও রক্ষণাবেক্ষণই কী হয় না? বাসের গতি বেশি থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ওইদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও শহরের স্কুল বাসগুলোর পরিষেবা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।