ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েল ও হামাসের সংঘর্ষ নতুন করে আরও ভয়াবহ মোড় নিয়েছে (Israel-Hamas)। প্রতিদিনই বেড়ে চলেছে হামলার তীব্রতা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল যেখানে ৫৫ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছিল, সেখানে আজ মাত্র একদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন ১১২ জন। এদের মধ্যে ৭১ জনই গাজ়া শহরের বাসিন্দা, এবং নিহতদের মধ্যে অধিকাংশ শিশু, মহিলা ও বৃদ্ধ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইজ়রায়েলের দাবি (Israel-Hamas)
ইজ়রায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বেছে বেছে হামাসের সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে (Israel-Hamas)। তাদের কথায়, গাজ়ার বিভিন্ন এলাকাকে সন্ত্রাসবাদীরা আড়াল হিসেবে ব্যবহার করছে, ফলে নাগরিক হতাহতের ঘটনা ঘটছে। তবে বাস্তব চিত্র বলছে, টানা বিমান হানা ও স্থল অভিযানেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়ার একাধিক জনবহুল এলাকা। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে শিশুদের নিথর দেহ, আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।
২৪ ঘণ্টায় আহত দেড়শো (Israel-Hamas)
গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের মতে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ (Israel-Hamas)। অনেক হাসপাতাল পুরোপুরি ভেঙে পড়েছে। চিকিৎসা সামগ্রীর অভাব, বিদ্যুৎ না থাকা, এবং সীমান্ত অবরোধের ফলে প্রয়োজনীয় সাহায্য পৌঁছাচ্ছে না। একাধিক হাসপাতাল বর্তমানে পরিষেবা দিতে অক্ষম, এবং আহতদের অনেককেই রাস্তায় বা স্কুলে অস্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: US Tariff War : ‘মুক্তি দিবসে’ পাল্টা আমদানি শুল্ক ঘোষণা ট্রাম্পের! ভারতের উপর চাপলো ২৬ শতাংশ শুল্ক
হামাসের প্রস্তাব (Israel-Hamas)
এই পরিস্থিতিতে কিছুটা আশার আলো জাগিয়েছে হামাসের তরফ থেকে একটি প্রস্তাব (Israel-Hamas)। এক প্যালেস্টাইনি আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইজ়রায়েল যদি সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে, তবে হামাস তাদের হাতে থাকা ৫৯ জন পণবন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। তিনি আরও জানান, বন্দিদের মধ্যে বর্তমানে ২৪ জন জীবিত রয়েছেন বলে অনুমান। যদিও এই প্রস্তাবের বিষয়ে ইজ়রায়েলের পক্ষ থেকে এখনও কোনও নিশ্চিত প্রতিক্রিয়া মেলেনি। হামাসও এ বিষয়ে সরাসরি কোনও বিবৃতি দেয়নি।

দুই দেশের প্রতিক্রিয়া (Israel-Hamas)
স্থানীয় এক প্যালেস্টাইনি কর্তা বলেন, “আমরা সত্যিই ক্লান্ত (Israel-Hamas)। গাজ়ার মানুষ আর এই পরিস্থিতি সহ্য করতে পারছে না। একটাই উপায়—যুদ্ধ বন্ধ হোক।” তবে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) স্পষ্ট করেছেন, যুদ্ধ থামানোর কোনও পরিকল্পনা নেই। তাঁর মতে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত সেনা অভিযান চলবে।
ইজ়রায়েলের ভিতরেই ক্ষোভ বাড়ছে (Israel-Hamas)
এই অবস্থানকে কেন্দ্র করে ইজ়রায়েলের ভিতরেই ক্ষোভ বাড়ছে। পণবন্দিদের পরিবারগুলির অভিযোগ, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং পণবন্দিদের জীবন নিয়ে জুয়া খেলছে। তাঁদের একটাই দাবি—“আমাদের প্রিয়জনদের নিরাপদে ফিরিয়ে আনা হোক, যে কোনও মূল্যে।”অন্যদিকে, আন্তর্জাতিক মহলে উত্তেজনা ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানালেও কার্যকর কোনও পদক্ষেপ এখনও চোখে পড়েনি। বর্তমান পরিস্থিতিতে গাজ়ার জনগণ চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তাহীনতা, খাদ্য-জল-চিকিৎসার হাহাকার। এখন দেখার, হামাসের প্রস্তাব ইজ়রায়েল কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং এই ভয়াবহ সংঘর্ষে কোনও আলো দেখা যায় কি না।