বুম ফ্যাক্ট চেক: সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা সম্প্রতি একটি পরীক্ষা কেন্দ্রে (Fact Check) অনেক পরীক্ষার্থীদের প্রকাশ্যে টুকে পরীক্ষা দেওয়ার ভাইরাল একটি ভিডিও শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করেছেন তাতে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar) ও ঝাড়খণ্ডের (Jharkhand) মতো রাজ্যগুলিতে ইউপিএসসি (UPSC) পরীক্ষার সময় পরীক্ষার্থীদের টুকতে দেখা যায়।
বুম দেখে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এলএলবি পরীক্ষায় করার গণ-টোকাটুকির ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের বারাবাঁকির সিটি ল কলেজে (Fact Check)।
২ মিনিট ২০ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় পরীক্ষা পরিদর্শকের উপস্থিতি থাকা স্বত্বেও ঘরের মধ্যে পরীক্ষার্থীদের সহায়িকা, চিট কাগজ নিয়ে প্রকাশ্যে টুকে পরীক্ষা দিতে দেখা যায়। যে ব্যক্তি ভিডিও করেছেন তাকে ঘটনাস্থল উত্তরপ্রদেশের বারাবাঁকির সিটি ল কলেজ বলে দাবি করতে শোনা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, “IAS, IPS পরীক্ষা : উত্তর প্রদেশ , বিহার। এদের হাতে রাষ্ট্র যন্ত্র পরিচালিত সুরক্ষিত হতে পারে??? চোর জুয়াচোর তোলাবাজ কাটমানিখোর ডাকাত দের রাজত্বে এমন ঘটনা। যাহা বিজেপি তাহার ক্ষুদ্র সংস্করণ তৃণমূল (Fact Check) । ভিডিও টি প্রচারিত।”
আরও পড়ুন: Fact Check: ভারতে মসজিদ ভাঙা হচ্ছে দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও এক ফেসবুক ব্যবহারকারী একই দাবি করে ক্যাপশনে লেখেন, “কিভাবে হিন্দি বলয়ে UPSC পরীক্ষা হয় দেখুন, এরাই কিন্তু পাশ করে IAS IPS কিংবা IFS হয় অথচ এদের মেধা যে কোনো অহিন্দির জাতির( বাঙালি তালিম তেলেগু) থেকে বহুগুণে কম। এই ভাবে যুগে যুগে তারা পাশ করেছে এবং সাহায্য করে চলেছে হিন্দি সাম্রাজ্যবাদ (Fact Check)। UPSC পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা, ইন্টারভিউয়ের ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় করা সম্ভব হলে আগামী ১০ বছরের মধ্যে হিন্দি বলয় থেকে ৫% ছেলে মেয়ে UPSC টে উত্তীর্ণ হবে না।”

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটি যাচাই করতে প্রথমে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে একই ভিডিওসহ সংবাদমাধ্যমে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একাধিক নিউজ বুলেটিন পায়। সংবাদ প্রতিবেদনগুলি থেকে জানা যায় উত্তর প্রদেশের বারাবাঁকির একটি কলেজে এলএলবি পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে নকল করার ঘটনাটি ঘটে (Fact Check)।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪-এর বুলেটিনে আজতক ভাইরাল ভিডিওটি সম্প্রচার করে তাদের প্রতিবেদনে জানায় ওই বছরের ২৭ ফেব্রুয়ারি একটি এলএলবি পরীক্ষায় পরীক্ষা পরিদর্শকের সামনেই গণহারে টুকে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।
ইটিভি ভারতের ২৮ ফেভ্রুয়ারি, ২০২৪-এর প্রতিবেদন থেকে জানা যায়, পঞ্চম সেমিস্টারের ছাত্র শিবম সিংহ ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। টিআরসি ল কলেজের স্নাতক স্তরের ছাত্র শিবম জানান ২১ ফেব্রুয়ারি পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে তার কলেজের প্রধান শিক্ষক পরীক্ষায় টুকতে দেওয়ার অনুমতির বদলে তার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে, প্রবেশপত্র না নিয়েই ফিরতে হয় শিবমকে।
২৬ ফেব্রুয়ারি ফের কলেজে গেলে শিবমকে বলা হয় একেবারে পরীক্ষা কেন্দ্রেই তাকে প্রবেশপত্র দেওয়া হবে। কিন্তু, ২৭ ফেব্রুয়ারি তার পরীক্ষা কেন্দ্র বারাবাঁকির সিটি ল কলেজে গেলেও তাকে প্রবেশপত্র দেওয়া হয় না (Fact Check)। তবে, শিবম লক্ষ্য করে পরীক্ষা কেন্দ্রের একাধিক ঘরে শিক্ষকের উপস্থিতিতেই টুকে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা যার ভিডিও তিনি ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন।
দৈনিক ভাস্করের রিপোর্ট অনুসারে, টুকে পরীক্ষা দেওয়ার লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সিটি ল কলেজে হওয়া ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। এছাড়াও, কর্তৃপক্ষ জানায় আগামী ছয় বছরের জন্য কলেজটিকে পরীক্ষা কেন্দ্র হিসাবে গণ্য করা হবেনা এবং দুই লাখ টাকা জরিমানাও দিতে হবে।
এই একই ভিডিও অনুরূপ ভুয়ো দাবিতে ২০২৪ সালে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করেছিল।
এই খবরটি শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রথমে বুম দ্বারা প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে ট্রাইব টিভি বাংলার দ্বারা প্রকাশিত হয়েছে। এই খবরটির সারসংক্ষেপ বাদে বাকি খবর ট্রাইব টিভি বাংলার কর্মীরা সম্পাদনা করেনি।