ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পয়লা বৈশাখ (Pohela Boishakh), নতুন বছরের শুভারম্ভ। একটা সময় ছিল, পয়লা বৈশাখ মানেই হালখাতা। নতুন ক্যালেন্ডার, নতুন মিষ্টির প্যাকেট থেকে শুরু করে নতুন সুতির জামা। সেই নস্টালজিয়া বাঙালির মননে থেকে গিয়েছে ঠিকই। কিন্তু কোথাও যেন ফিকে রং ধরেছে। ক্যালেন্ডার এখন বন্দি হাতের মুঠো ফোনে। সুতির জামা কেনা হলেও, অনেকেই ছোটেন দামি পোশাকের দিকে। তাই তো পয়লা বৈশাখ এলে, এখনও অনেকেই নস্টালজিক হয়ে পড়েন। ফিরে তাকান স্মৃতির পাতায়।
নববর্ষের আভিজাত্য (Pohela Boishakh)
টলিউডের (Pohela Boishakh) তারকারা পয়লা বৈশাখ নাকি ফার্স্ট জানুয়ারি, কোন দিন বেশি উদযাপন করেন? বাঙালির কাছে নববর্ষের আলাদা আভিজাত্য রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সেই একই সুর শোনা গেল বাঙালি তারকাদের মুখে। ট্রাইব টিভিকে কী বললেন তারা?
সন্দীপ্তা সেন (Pohela Boishakh)
অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) পয়লা বৈশাখ এবং ফার্স্ট জানুয়ারি, এই দুটো দিন দুই রকম ভাবে উদযাপন করেন। দুটো উদযাপনই তার কাছে বিশেষ। তবে যেহেতু তিনি বাঙালি, তাই পয়লা বৈশাখে খাওয়া-দাওয়া একটু জোরদার হয়।

অরিজিতা মুখোপাধ্যায়
একই সুর শোনা গেল টলিউডের আর এক সুন্দরী অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের (Arijita Mukhopadhyay) গলায়। পয়লা বৈশাখ উপলক্ষে নতুন পোশাকও কিনেছেন তিনি। তবে নববর্ষ এবং ফার্স্ট জানুয়ারি, দুটো দিনই তিনি উদযাপন করেন। সমান ভাবে আনন্দ হয় । অভিনেত্রীর বক্তব্য, ছোটবেলার পয়লা বৈশাখের তুলনায় তিনি বড় বেলার পয়লা বৈশাখ বেশি উপভোগ করেছেন। কারণ ছোটবেলায় পয়লা বৈশাখের প্রকৃত অর্থ তিনি বুঝতেন না। অভিনেত্রী বাঙালি বলে কথা, তাই বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে খাওয়া-দাওয়ার একটা বিশেষ ব্যাপার রয়েছে।
রিয়া গাঙ্গুলী
অভিনেত্রী রিয়া গাঙ্গুলী (Riya Ganguly) এ প্রসঙ্গে ট্রাইব টিভিকে বলেন, “দুই দিন দু’রকম ভাবে সেলিব্রেট করি। আমরা বাঙালি। পয়লা বৈশাখে থাকে বাঙালি খাবার থেকে শুরু করে লাল পাড় সাদা শাড়ি। পয়লা বৈশাখে আমি নিজে রান্না করি। খাওয়া-দাওয়া বেশি হয়। পয়লা বৈশাখকে কেন্দ্র করে ছোটবেলার স্মৃতি একরকম। বড় বেলার স্মৃতি একরকম। বর্তমানকে আমরা উপভোগ করি। আর ছোটবেলার স্মৃতিটা ভীষণ মূল্যবান। কারণ বাবা-মায়ের সাথে সময় কাটাতাম। আমি নিজে এখন মা, সেই নস্টালজিয়ার সাথে আমি এখন নিজেকে রিলেট করতে পারি।”
আরও পড়ুন: Lopamudra Mitra: লোপামুদ্রার বড় প্রাপ্তি, বাংলা ভাষার জন্য কী পেলেন তিনি?
সম্প্রতি, অভিনেত্রীকে দেখা গিয়েছে বাংলাদেশে ‘বরবাদ’ (Borbaad) ছবিতে। ঈদে মুক্তি পেয়েছে ছবিটি। বাংলাদেশের বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। ‘বরবাদ’ দেখতে কি অভিনেত্রী বাংলাদেশে যাবেন? এ প্রসঙ্গে রিয়া বলেন , আপাতত পরিকল্পনা রয়েছে। এছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে টলিউডের অভিনেত্রী ইধিকা পালকে (Idhika Paul)। তিনি অভিনয় করেছেন শাকিব খানের (Shakib Khan) বিপরীতে মুখ্য ভূমিকায়।