ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঁচ বছরে পা দিল, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)। সুন্দর যাত্রা এবং কলেবরে অনেকটা বড় হয়েছে এই ছোট ছবির উৎসব। তাই এবারের ট্যাগ লাইন “ছোট ছবির বড় উৎসব”। এই উৎসবের আয়োজন করা হয়েছিল ২১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। এই ছয় দিনে ঠিক কী হল? কারা উপস্থিত ছিলেন ? কারা পেলেন সেরা পুরস্কার?
৩০ টি দেশের ছবি (IKSFF)
এই উৎসবে আমেরিকা, চীন, সুইজারল্যান্ড, নরওয়ে সহ প্রায় ৩০টি দেশ থেকে ২৫০ টি ছবি দেখানো হয়েছে (IKSFF)। তালিকায় ছিল শিশুকেন্দ্রিক ছবি, নারীকেন্দ্রিক ছবি, LGBTQ, সমকালীন সামাজিক সমস্যাকেন্দ্রিক ছবি। অনলাইন এবং সরাসরি, দুই ভাবেই ছবি দেখার সুযোগ ছিল।
উল্লেখযোগ্য ছবি (IKSFF)
উল্লেখযোগ্য ছবির (IKSFF) তালিকায় রয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় অভিনীত “আম আটির পাঁচালি”, লিলেট দুবে অভিনীত “দ্য লাইম গ্রীন শার্ট’, রত্না শাহ অভিনীত ‘এ নাইট আফটার অল’, শ্রীলেখা মুখোপাধ্যায় পরিচালিত ‘অনলাইন’ এবং চন্দন সেন পরিচালিত একটি ছবি। ২৪ থেকে ২৬ জানুয়ারি ছবিগুলি দেখানো হয় রোটারি সদনে।

আরও পড়ুন: Sonu Nigam: পদ্মশ্রী নিয়ে সোনু নিগমের মারাত্মক অভিযোগ, অরিজিতকে খোঁচা!
সমাপ্তির দিন চাঁদের হাট
উৎসব সমাপ্তির দিন উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের বহু গুনীজনেরা। এসেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, মনামী ঘোষ, অনুরাধা মুখার্জি, ফাল্গুনী চট্টোপাধ্যায়, জয়া শীল, বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, নবারুণ এবং আরও অনেকে।
এবারের পুরস্কার যাদের ঝুলিতে
এবারে জীবনকৃতি পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। জীবনকৃতি পুরস্কার নিয়ে উনি বলেন, “এই দর্শকই আমার শিক্ষক-দেবতা। আমি যেমন দর্শকের কাছ থেকে শিখি তেমনি অভিনয় দিয়ে দর্শকের জন্য পুজোর অর্ঘ্য সাজাই।”

এবারে জীবন গুহ মেমোরিয়াল পুরস্কার পেলেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। এই বছর উৎসবে মিউজিক ভিডিও কম্পিটিশনে ছিল। “মানিকবাবুর মেঘ” ছবির মিউজিক ভিডিওর জন্য সেরা গায়কের পুরস্কার পেলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পুরস্কার নিয়ে তিনি বলেন, “গান আমি কোনও দিন প্রথাগতভাবে শিখিনি, অভিনয়টা আমি শিখেছি। তাই সেরা গায়কের পুরস্কার নিতে আমার বেশ লজ্জাই লাগে। তবু মানুষের যে আমার গাওয়া গান ভাল লেগেছে, আমি খুশি।” এই বছর সেরা ছোট ছবি নির্বাচিত হয়েছে ভারত থেকে ‘রঙ’ এবং চিন থেকে ‘নর্থ’।

ছবির পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা
ছোট ছবির এই উৎসবে ছবি দেখানোর পাশাপাশি ছিল ‘মাস্টার ক্লাস’, ‘সেমিনার’। চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়ের ‘সিনেমা কেমন ভাবে দেখবেন’ নিয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনা। বিভিন্ন সেমিনারে উপস্থিত ছিলেন পরিচালক অর্জুন দত্ত, অপরাজিতা ঘোষ, প্রখ্যাত নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী, পরিচালক পার্থ চক্রবর্তী, সুমন মৈত্র এবং আরও অনেকে।
আরও পড়ুন: Raveena Tandon: অপরাজিতার সঙ্গে অভিনয় করবেন রবীনা, টলিউডে ধামাকাদার কামব্যাক
চেয়ারম্যান এবং ডিরেক্টরের বক্তব্য
উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কথায়, “শর্ট ফিল্ম নিয়ে আমরা একটা বিশ্বমানের মঞ্চ তৈরি করার চেষ্টা করছি। নতুন যারা পরিচালক তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা আমাদের। সঙ্গে থাকছে সমস্ত দেশের বিশিষ্ট পরিচালকদের ছবি দেখার সুযোগ।”
উৎসবের ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর কথায়, “এই বছর ছোট ছবির পাশাপাশি বিভিন্ন দেশের মিউজিক ভিডিও দেখার সুযোগ ছিল। প্রতি বছরের মতো এবছরও দারুণ সাড়া পেয়ে আমরা আপ্লুত।”