ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফিতে(Ranji Trophy)ফিরছেন বিরাট কোহলি(Virat Kohli)। দীর্ঘ একযুগ পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট। ১২ বছর পর আবার তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে। এই সময়ে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।
রঞ্জিতে প্রত্যাবর্তন বিরাটের(Virat Kohli)
ইতিমধ্যেই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থেরা রঞ্জি খেলেছেন। অস্ট্রেলিয়া থেকে ফিরে তাই রঞ্জি ট্রফিতে নেমে পড়েছেন রোহিত, যশস্বী, শুভমন, জাডেজা, পন্থরা। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে খেলেছেন রোহিতরা। ঘাড়ে চোটের কারণে কোহলি এখনও নামেননি। তবে শেষ ম্যাচে তিনি খেলবেন। সপ্তম রাউন্ডের ম্যাচে নামছেন বিরাট কোহলিও(Virat Kohli)। তিনি যেমন মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তেমনই দিল্লি ক্রিকেট সংস্থাতেও ব্যস্ততা।
সঞ্জয় বাঙ্গারের স্পেশাল ক্লাসে বিরাট(Virat Kohli)
রোহিতরা ফিরলেও বিরাট কোহলি(Virat Kohli) খেলবেন কি না, এই নিয়ে ধোঁয়াশা ছিল। ষষ্ঠ রাউন্ডের ম্যাচের আগে নানা জল্পনা চলছিল। গৃহপ্রবেশের জন্য বিরাট খেলছেন না, এমনটাই শোনা গিয়েছিল। যদিও বিরাটের চোট ছিল। তারপরই দিল্লি ক্রিকেট টিমের কোচ জানিয়ে দেন, তিনি নিশ্চিত গ্রুপ লিগের শেষ ম্যাচে নামছেন বিরাট কোহলি। শুধু তাই নয়, রঞ্জি প্রত্য়াবর্তনের প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের(Sanjay Bangar) স্পেশাল ক্লাসে বিরাট।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় শুরুটা দুর্দান্ত হয়েছিল। পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। সিরিজের বাকি ম্যাচে বারবার অফস্টাম্পের বাইরের বল তাড়া করে আউট হয়েছেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে এ বার রঞ্জিতে নামছেন বিরাটও।
বাধ্যতামূলক ক্রিকেটারদের রঞ্জি ট্রফি খেলা
জাতীয় দলের তারকা ক্রিকেটারদের রঞ্জি ট্রফি বা ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই(BCCI)। চোট বা অন্য কোনও সমস্যার জন্য রাজ্য দলের হয়ে একান্ত খেলতে না পারলে সেটা বিসিসিআইকে আগাম জানাতে হবে। বোর্ডের নির্দেশের পরই রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শুভমান গিলরা। আগামী ম্যাচে তারকা ক্রিকেটারদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে।
আরও পড়ুন: Novak Djokovic: চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে ইতি! ম্যাচ ছাড়তে বাধ্য হলেন নোভাক জকোভিচ
ম্যাচ আয়োজনে বাড়তি খরচ দিল্লি ক্রিকেট সংস্থার
রঞ্জি ট্রফির সপ্তম রাউন্ড অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৩০ জানুয়ারি থেকে। চারদিন ম্যাচ চললেও তা শেষ হবে ২ ফেব্রুয়ারি। ৬ ফেব্রুয়ারি শুরু ভারত-ইংল্য়ান্ড ওয়ান ডে সিরিজ। তার আগে দিল্লির হয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে নামছেন কিং কোহলি। সুপারস্টারের জন্য় মাঠে যে সমর্থকদের ভিড় থাকবে তা ভালো করেই জানেন দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা। স্টেডিয়ামের ক্যাপাসিটি ৫৫ হাজার হলেও ঘরোয়া ম্যাচের জন্য সীমিত সংখ্যক আসনই বরাদ্দ থাকে। বিরাটের ম্যাচের জন্য ১০ হাজার সিটের বন্দোবস্ত করা হচ্ছে।