ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় (Social Media) মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন পরমব্রত (Parambrata Chatterjee)। ছবিটির সঙ্গে যা লিখলেন, পড়ে মন খারাপ অনুরাগীদের। বিভীষিকাময় এক দিনের স্মৃতিচারণা করলেন অভিনেতা। মাকে হারানোর সেই ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। আর সেটা কখনও সম্ভবও নয়।
“একা হয়ে যাওয়ার দিন” (Parambrata Chatterjee)
২৯ এপ্রিল পরমব্রত চ্যাটার্জির (Parambrata Chatterjee) মায়ের মৃত্যুবার্ষিকী। আর এই দিনই, মায়ের সঙ্গে ছবি শেয়ার করে স্মৃতিচারণে ভাসলেন অভিনেতা। লিখলেন, “আমার একা হয়ে যাওয়ার দিন।” পৃথিবীতে মা সবথেকে অমূল্য সম্পদ। যে সম্পদের কোনও বিকল্প হয় না। প্রায় ১১ বছর হল মাকে হারিয়েছেন অভিনেতা। মাকে হারানোর যন্ত্রণা, যিনি মাকে হারান শুধুমাত্র তিনিই বোঝেন।
কী লিখলেন অভিনেতা? (Parambrata Chatterjee)
মায়ের সাথে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে অভিনেতা (Parambrata Chatterjee) লেখেন “দেখতে দেখতে ১১ বছর পেরিয়ে এলাম মা। তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে, তোমায় ছাড়া আমি কতখানি অচল অসম্পূর্ণ। আজ আবার সেই দিন। আমার একা হয়ে যাওয়ার দিন। যেখানেই থেকো, ভালো থেকো মা।”
অনুরাগীদের মন্তব্য
অভিনেতার পোস্টে অনেকেই মন্তব্য করে লিখেছেন , “আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই তোমার কাছে মা ফিরে আসবেন, পুচকি রূপে। আনন্দে থেকো।” আবার এক অনুরাগীর মন্তব্য, ” মা ফিরে আসবে আপনার মেয়ে হয়ে, রাখবেন যত্নে আদরে।”
স্ত্রীর খেয়াল রাখতে চান
প্রসঙ্গত, পরমব্রত এখন হবু বাবা। পরমব্রত আর পিয়ার সংসারে চলতি বছরেই আসতে চলেছে নতুন সদস্য। এখন অভিনেতা ভীষণ ব্যস্ত। তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিতে চাইছেন। হবু মায়ের খেয়াল রাখতে চান তিনি। কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। পরমব্রত চান এই সময়ের প্রত্যেক মুহূর্ত স্ত্রীর পাশে থাকতে।
আরও পড়ুন: Sreeleela: বিয়ের আগেই শ্রীলীলার ঘরে তৃতীয় সন্তান, ছেলে নাকি মেয়ে? জানালেন নিজেই
কেমন কাটছে নতুন বছর?
সম্প্রতি পরমব্রত অভিনীত ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবির মোশন পোস্টার সামনে এসেছে। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৩০ শে মে। এই বছরটাও পরমব্রতর জন্য বেশ ভালো। বলা যেতে পারে, প্রথম থেকেই একের পর এক কাজ মুক্তি পাচ্ছে। এখন অভিনেতা ব্যস্ত ‘তেজপাতা’ ছবির শুটিং নিয়ে। বছর শুরুতেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’। দুটি ছবিই দর্শক মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তাঁর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ ছবিটি দর্শকের বেশ পছন্দ হয়েছে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’।
আরও পড়ুন: Ferari Fauj: উৎপল দত্তের ‘ফেরারী ফৌজ’-এর সফল ৫০ তম অভিনয়
ছুটিতে যাচ্ছেন অভিনেতা!
কিছুদিন আগে ট্রাইব টিভির সাক্ষাৎকারে পরমব্রত বলেছিলেন, পরিবারে এখন নতুন সদস্য আসছে। তাই জুলাই মাস পর্যন্ত মাস দেড়েকের একটা ছুটি নেবেন। যাবতীয় ব্যস্ততা তিনি মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই শেষ করে ফেলতে চাইছেন।