ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি ভারতের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির জন্য পাকিস্তানকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে তুরস্ককে ঘিরে (India Pakistan Conflict)। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইস্তানবুল। তুরস্ক সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তাদের একটি পরিবহণ বিমান পাকিস্তানে গিয়েছিল ঠিকই, তবে তা কেবলমাত্র জ্বালানি ভরার জন্য। ভারতের একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তুরস্কের হারকিউলিস-১৩০ (Hercules C-130) পরিবহণ বিমান ২৭ এপ্রিল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানে অবতরণ করে।
তুরস্কের বিবৃতি (India Pakistan Conflict)
তুরস্কের সরকারিভাবে পরিচালিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ধরনের দাবির কোনও ভিত্তি নেই(India Pakistan Conflict)। সম্পূর্ণ বিভ্রান্তিমূলক খবর এটি। বিমানটি তার রুটিন কার্যক্রমের অংশ হিসেবে পাকিস্তানে (Shehbaz Sharif) অবতরণ করেছিল জ্বালানি ভরার উদ্দেশ্যে।”তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, এই ব্যাখ্যা যথেষ্ট নয়। কারণ, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা নতুন নয়। অতীতে ড্রোন প্রযুক্তি, অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রশিক্ষণের মতো একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা দেখা গেছে। এমনকি তুরস্কের তৈরি কিছু অস্ত্র উপত্যকার সন্ত্রাসবাদী কার্যকলাপেও ব্যবহৃত হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত রয়েছে।
তুরস্কের পদক্ষেপে প্রশ্ন(India Pakistan Conflict)
সাম্প্রতিক কাশ্মীর পরিস্থিতি, বিশেষত পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলার পরে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা ফের একবার তুঙ্গে উঠেছে (India Pakistan Conflict)। এই প্রেক্ষিতে তুরস্কের এমন পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও তুরস্ক সরকার উত্তেজনা প্রশমনের বার্তা দিচ্ছে। প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোয়ান (Recep Tayyip Erdoğan) এক বিবৃতিতে বলেন, “তুরস্ক চায় না ভারত-পাকিস্তান সংঘাত ভয়াবহ রূপ নিক। আমরা চাই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনার অবসান হোক।”

দ্বিমুখী রাজনৈতিক অবস্থান (India Pakistan Conflict)
তবে একাংশ বিশ্লেষকের মতে, তুরস্কের এই দ্বিমুখী অবস্থান রাজনৈতিক কৌশলেরই অংশ (India Pakistan Conflict)। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারের চেষ্টা দীর্ঘদিনের। ‘এশিয়া নিউ ইনিশিয়েটিভ’-এর আওতায় তুরস্ক ইসলামি রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে, যেখানে পাকিস্তান তাদের অন্যতম প্রধান কৌশলগত অংশীদার।

ভারত-তুরস্ক সম্পর্ক (India Pakistan Conflict)
ভারতের কূটনৈতিক মহল এখন অত্যন্ত সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে (India Pakistan Conflict)। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক যদি ভবিষ্যতেও এই ধরনের কার্যকলাপ চালিয়ে যায়, তাহলে তা শুধু ভারত-পাকিস্তান সম্পর্কেই নয়, ভারত-তুরস্ক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।এই মুহূর্তে ভারত সরকার তুরস্কের বক্তব্য খতিয়ে দেখছে। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে তুরস্ক-পাকিস্তান সামরিক সহযোগিতার সম্ভাব্য প্রভাব নিয়েও বিশ্লেষণ শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার এই জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন স্থির হয়ে রয়েছে ইসলামাবাদ ও ইস্তানবুলের উপর।