ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁও ঘটনার ‘বদলা’ নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে (Operation Sindoor) দিল ভারত। গভীর রাতে পাকিস্তানের এই আস্তানাগুলিতে হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। তাতে আট জনের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইসলামাবাদ। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস্-এর ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, রাত ১টা নাগাদ পাকিস্তানের মোট ছ’টি জায়গায় ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।
৩০ জনের মৃত্যু হয়েছে ভারতীয় হামলায় (Operation Sindoor)
তারপর জানা গেছে পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। মোট ৮টি জায়গায় ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত (Operation Sindoor)। প্রাথমিক আপডেটে দাবি করা হচ্ছে, বাহাওয়ালপুরে ৩০ জনের মৃত্যু হয়েছে ভারতীয় হামলায়। এদিকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতীয় সেনা যে পদক্ষেপ করেছে, তাতে পাকিস্তানি সেনা বা অসামরিক কোনও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি।
‘বিলাল মসজিদকে নিশানা করা হয়েছে’ (Operation Sindoor)
পাক আইএসপিআর ডিজি বুধবার ভোরের সাংবাদিক বৈঠকে বলেন, “বহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে শুভান মসজিদে হামলা চালানো হয়েছে। এখানে চারটি স্ট্রাইকে পাঁচ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন বছরের শিশুও আছে। এ ছাড়া এখানে ৩১ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ছ’জন মহিলা (Operation Sindoor)।” তিনি আরও বলেন, “মুজাফফরাবাদে বিলাল মসজিদকে নিশানা করা হয়েছে। সাতটি হামলায় এখানে এক জন আহত এবং মসজিদটি ধ্বংস হয়েছে।”
মসজিদে পাঁচটি হামলা হয়েছে
কোটলি এলাকায় আব্বাত মসজিদে পাঁচটি হামলা হয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। তাদের মধ্যে এক জন ১৮ বছরের যুবক এবং অন্য জন ১৬ বছরের কিশোরী। এক মহিলা এবং তাঁর কন্যা জখম হয়েছেন। মুরিদকেতে উমালকুরা মসজিদে চারটি হামলা হয়েছে। এক জনের মৃত্যু হয়েছে , এক জন জখম হয়েছেন। এখানে দু’জন নিখোঁজ। মসজিদও এখানে ধ্বংস হয়েছে।শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে দু’টি হামলা হয়েছে। এখানে হতাহতের কোনও খবর নেই। এ ছাড়া, শাকারগড়ের কাছেও দু’টি হামলা হয়েছে। হতাহতের খবর নেই।
‘শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছি আমরা’
ভারতের ‘অপারেশন সিঁদুর’কে ‘বিনাপ্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছেন পাক আইএসপিআর ডিজি। তিনি জানিয়েছেন, এর জবাব দেওয়া হচ্ছে এবং হবে। ভারতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে পৈশাচিক জঙ্গি হামলা চালানো হয়েছিল, সেটার প্রেক্ষিতেই এমন পদক্ষেপ করা হয়েছে। যে জঙ্গি হামলায় মোট ২৬ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন ভারতীয় ছিলেন। আর একজন নেপালি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ওই হামলার ঘটনায় যারা জড়িত, তাদের শাস্তি দেওয়ার যে প্রতিজ্ঞা নিয়েছি আমরা, সেটা পূরণ করছি।’