ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রকাশ্য দিবালোকে বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে বিএসএফ (BSF on Bangladesh)। নেশা সামগ্রী পাচার করার সময় বাধা দিলে বিএসএফ (BSF) জওয়ানদের উপর আক্রমণের চেষ্টা করে বাংলাদেশী পাচারকারীরা।এমনকি বিজিবি-র (BGB) সামনেই বিএসএফ (BSF) জওয়ানদের হাতিয়ার ছিনতাইয়ের চেষ্টা করে বাংলাদেশী পাচারকারীরা।ঘটনাটি ঘটে ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েতের অন্তর্গত সীমান্ত এলাকায়।
বাংলাদেশি পাচারকারীদের দৌরাত্ম্য (BSF on Bangladesh)
ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলা শহরের মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৪৭ নম্বর পিলারের কাছে দুইজন বিএসএফ জওয়ান টহলদারিতে ছিলেন (BSF on Bangladesh)।সেই সময় মঙ্গলবার দিনদুপুরে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ওই এলাকা দিয়ে দিয়ে কয়েকজন বাংলাদেশী পাচারকারী নেশা সামগ্রী করার চেষ্টা করছিল।
হামলার মুখে বিএসএফ (BSF on Bangladesh)
বাংলাদেশী পাচারকারীরা নেশা সামগ্রী পাচারের সময় সীমান্তে কর্তব্যরত দুই বিএসএফ জওয়ান পাচারকারীদের বাধা দেন(BSF on Bangladesh)। তাতে না দমে পাচারকারীরা বাংলাদেশের পাচারকারীরা বিএসএফকে তোয়াক্কা না করে পাচার অব্যাহত রাখে। সীমান্তের কাঁটাতার টপকে বাংলাদেশের দিকে যেতে শুরু করে তারা। তাঁদেরকে ধাওয়া করে বিএসএফ এর দুই জওয়ান বাংলাদেশের ভূখণ্ডে পৌঁছে যায়। কিন্তু পাচারকারীদের কাউকে আর ধরা যায়নি। পরবর্তী সময় দুই বিএসএফ জওয়ান ভারতের অংশে ফিরে আসতে শুরু করলে ঘটনাস্থলে এসে হাজির হয় বাংলাদেশের সীমান্তরক্ষীরা (BGB)। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে দুই বি.এস.এফ জওয়ানদের সাথে পাচারকারীদের বিষয়ে আলাপ আলোচনা করতে শুরু করে। সেসময় বাংলাদেশের সংশ্লিষ্ট গ্রামের মানুষেরা উত্তেজিত হয়ে বাংলাদেশের সীমান্তরক্ষীদের (BGB) সামনেই দুই বিএসএফ জওয়ানের উপর আক্রমণ করতে শুরু করে।
বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা
বাংলাদেশের সংশ্লিষ্ট গ্রামের মানুষ একজোট হয়ে বিএসএফ (BSF) জওয়ানদের ওপর হাতে লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।বিএসএফ (BSF) জওয়ানদের ধারালো দা দিয়ে কুপানোর চেষ্টাও করা হয়। বিএসএফ জওয়ানের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে আক্রমণকারীরা। এমনকী বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে গুলি করার মিথ্যা অভিযোগ এনে, বিএসএফ জওয়ানদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ।বিএসএফ জওয়ানদের হিন্দু বলেও কটাক্ষ করতে শোনা যায় হামলাকারীদের।
আরও পড়ুন :Low GDP Growth: ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি কমে ৬.৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস!
সীমান্তে নজর বিএসএফের
তবে ঘটনাস্থলে বিএসএফের দুই জওয়ান ধৈর্যের সঙ্গে সাহসিকতার পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে বিএসএফের আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যান। এই অবস্থা চলাকালীন ধীরে ধীরে বিএসএফ জওয়ানের সংখ্যা বাড়তে থাকে। বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়তে দেখে বাংলাদেশের নাগরিকরা বাধ্য হয়ে পিছু হটতে শুরু করে। এই ঘটনায় মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকার পরিস্থিতির উপর বিএসএফ নজর রাখছে বলে জানা গেছে।
ঘটনায় নিন্দা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
অনুপ্রবেশকারীদের হাতে এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় কার্যত চাপানউতোর সৃষ্টি হয়েছে।ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)।