Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। ভারত যে প্রতিনিধি দল পাঠাচ্ছে, তার প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের প্রস্তাব দিলেন তৃণমূল(TMC)সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রতিনিধি হিসেবে সাংসদ ইউসুফ পাঠানের নাম তুলে নেওয়ার পর এবার অভিষেকের নাম জানানো হল তৃণমূলের তরফে। ‘অপারেশন সিঁদুর’-এর কথা বিশ্বকে জানাতে বহুদলীয় সংসদীয় দল পাঠানো নিয়ে গত ৪৮ ঘণ্টা ধরে প্রতিনিধিদলের সদস্যদের নাম চূড়ান্ত করার কেন্দ্রের প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল তৃণমূল। অবশেষে সেই বরফ গলল।
মমতাকে ফোন দিল্লির(TMC)
কংগ্রেসের ক্ষেত্রে শশী থারুর হোক বা তৃণমূলের(TMC) ইউসুফ পাঠান, কী ভাবে দলকে অন্ধকারে রেখে এ ভাবে প্রতিনিধি বাছাই হলো, তা নিয়ে সোমবার প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দু’জনের মধ্যে বেশ খানিক ক্ষণ কথা হয়। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, তিনি কাকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন। উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৪২জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত(TMC)
৭ সাংসদের নেতৃত্বে মোট ৪২জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের একাধিক দেশে গিয়ে সেই প্রতিনিধিরা জানাবেন অপারেশন সিঁদুরের কথা। পাশাপাশি পাকিস্তানের মাটিতে কীভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে, সে কথাও জানাবে ওই দল। রাজনীতির উর্ধ্বে দেশের স্বার্থে এই প্রতিনিধিদল তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রতিনিধিদল।
আরও পড়ুন: Green Anaconda: দৈত্যাকার সবুজ অ্যানাকোন্ডা আসছে কলকাতায়, আলিপুর চিড়িয়াখানায় নতুন চমক
অভিষেকের নাম প্রস্তাব মমতার
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিনিধি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাম বেছে নিয়েছেন মমতা। দলের বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান কী, সে কথা স্পষ্ট করে দিতে পারবেন অভিষেক।
প্রাথমিকভাবে বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রস্তাবিত হয়েছিল। সেই মতো তাঁর যাত্রার ব্যবস্থাও করতে শুরু করেছিল কেন্দ্র। কিন্তু সোমবার ইউসুফের নাম তুলে নেওয়া হয়। মমতা স্পষ্ট জানান, এটা দলের সিদ্ধান্ত। দলকে এই বিষয়ে কিছু জানানো হয়নি বলেও দাবি করেছিলেন মমতা। এরপরই মমতার কাছে এল ফোন।
আরও পড়ুন: Primary Job Cancellation: আজ ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, হাইকোর্টে অবস্থান জানাবে পর্ষদ