ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক (New Test Captain) শুভমন গিল। ঘোষণা ইংল্যান্ড সফরের পাঁচ টেস্টের জন্য ভারতীয় দল। দলে জায়গা হল না শামি, শ্রেয়স আইয়ারের। ১৮ জনের ভারতীয় দলে জায়গা পেলেন বাংলার দুই ক্রিকেটার আকাশদীপ এবং অভিমুন্য ঈশ্বরণ।
টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক বেছে নিল বিসিসিআই(New Test Captain)
রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক(New Test Captain) বেছে নিল বিসিসিআই(BCCI)। আগামী ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করবেন শুভমন গিল। তার ডেপুটি অর্থাৎ সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে। ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দলও ঘোষণা করেছে বোর্ড। তবে দলে জায়গা হয়নি মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ারের। ইংল্যান্ড সফরের ভারতীয় দলে জায়গা পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার আকাশদীপ এবং অভিমন্যু ঈশ্বরন।
রোহিত ও বিরাটকে ছাড়া সাদা জার্সিতে মাঠে নামবে ভারত(New Test Captain)
এই প্রথম রোহিত ও বিরাটকে ছাড়া সাদা জার্সিতে মাঠে নামবে ভারত। ইংল্যান্ড সফরে ৫ টেস্টের ঘোষিত ভারতীয় দলের ওপেনার হিসেবে দেখা যাবে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলকে। সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে মিডিল অর্ডারে নামবেন শুভমন গিল। দলে জায়গা পেয়েছেন করুন নাইয়ারও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ধ্রুব জুরেল। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটার। পেস আক্রমণের নেতৃত্বে জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংহ। স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব।
আরও পড়ুন: Ronaldo leaving Al Nassr: ক্লাব বিশ্বকাপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! মরক্কো না ব্রাজিল?
ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ(New Test Captain)
গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠতে পারিনি ভারত। আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। দু’বছর পর যার ফাইনাল ২০২৭ সালে। সে কথা মাথায় রেখে এই দু’বছর ঘুরিয়ে-ফিরিয়ে মোটামুটি এই দলটাকেই যে খেলানো হবে, তা পরিষ্কার। সেই কথা মাথায় রেখেই তারুণ্য নির্ভর দল তৈরি করেছেন মুখ্য নির্বাচক অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীর।
একনজরে ইংল্যান্ড সফরে ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।
আরও পড়ুন: Modric To Leave Real: লুকা মদ্রিচের বিদায়! রিয়াল মাদ্রিদে এক যুগের সমাপ্তি
২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি হবে লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে, ম্যাঞ্চেস্টার। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে।