ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধারাবাহিকে কিছু কিছু জুটির অভিনয় দর্শকের মনে দাগ কেটে যায়। তেমনি স্বীকৃতি – আরেফিন জুটি। বহুদিন পর্দায় একসাথে এই জুটিকে দেখা যায়নি। অনুরাগীরা অপেক্ষা করছিলেন, কবে তাঁদেরকে আবার একই ফ্রেমে দেখতে পাবেন। আর এই জুটি ধারাবাহিকে আসার খবরে উচ্ছ্বসিত দর্শক। কোন ধারাবাহিকে ফিরছেন স্বীকৃতি-আরেফিন (Swikriti-Arefin)? কোন চরিত্রে দেখা যাবে তাঁদেরকে?
বিশেষ চরিত্রে অভিনেত্রী (Swikriti-Arefin)
‘পুতুল টিটিপি’ ধারাবাহিকে দেখা যেতে চলেছে স্বীকৃতিকে (Swikriti-Arefin)। এই ধারাবাহিকে নায়ক নায়িকা পুতুল ও ময়ূখ। ওরফে খেয়ালী মন্ডল ও সৈয়দ আরেফিন। সেখানে দেখা পেতে চলেছে অভিনেত্রী স্বীকৃতিকে (Swikriti Majumder)। তবে নায়িকার চরিত্রে নয়। সামনে আসতে চলেছে জামাই ষষ্ঠী। এই জামাইষষ্ঠীতে পুতুলের বিপদের পাশে দাঁড়াবে স্বীকৃতি। শুধুমাত্র স্বীকৃতি (Swikriti Majumder) নয়, থাকছেন শ্যামৌপ্তি মুদলিও (Shyamoupti Mudly)। নায়িকার চরিত্র না হলেও, অভিনেত্রীকে অন্য রূপে দেখতে পাবে দর্শক।
ছবি ও সিরিজে অভিনয় (Swikriti-Arefin)
ছোট পর্দায় ‘পুতুল টিটিপি’ ধারাবাহিক বিশেষ চরিত্রে ফিরছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti-Arefin)। অর্থাৎ একই ধারাবাহিক একই ফ্রেম শেয়ার করতে চলেছেন এই অভিনেতা-অভিনেত্রী। সিরিজ ও ছবির জগতে নামডাক কুড়িয়েছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। সম্প্রতি ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতে দেখা গেছে তাঁকে। শোনা যাচ্ছে মৈনাক ভৌমিকের ‘বিষন্ন’তে দেখা যেতে পারে অভিনেত্রীকে। অপর দিকে নায়কের চরিত্রে এরই মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন আরেফিন। তাঁর ঝুলিতে ধারাবাহিকের সংখ্যাও কম নয়! তবে নতুন ধারাবাহিক না হলেও এই জুটিকে একসাথে দেখার জন্য দর্শক বেশ উৎসাহিত।
আরও পড়ুন: Amitabh Bachchan: বিশ্বে চতুর্থ ভারত, মৌনতা ভেঙে অমিতাভের বড় বার্তা!
অপেক্ষার অবসান
স্টার জলসায় (Star Jalsha) স্বীকৃতি মজুমদার ও সৈয়দ আরেফিন (Syed Arefin) জুটি বেঁধেছিলেন। তখন এই জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বহুদিন এই জুটিকে ধারাবাহিকে দেখার অপেক্ষায় ছিল অনুরাগীরা।
আরও পড়ুন: Suniel Shetty: বারবার ফোন, সুনীল শেট্টির জীবনে নতুন মানুষ! বদলে ফেললেন নিজেকে?
পুতুল টিটিপির মূল বিষয়
পুতুল টিটিপি ধারাবাহিকে নায়কের ভূমিকায় আরেফিন। বিপরীতে অভিনয় করছেন খেয়ালী মন্ডল। পুতুলের ভূমিকা রয়েছেন খেয়ালী। পুতুল টিটিপি অর্থাৎ টেনেটুনে পাশ। একজন মা যা নিজের জন্য পারেনি , সে তাঁর সন্তানের জন্য সমস্তটা করতে পারে। গল্পের মূল কাহিনীর কেন্দ্র বিন্দুতে রয়েছে পুতুলের জীবন। সম্প্রতি দেখা যাচ্ছে, পুতুল ও ময়ূখের মধ্যে ধীরে ধীরে প্রেমের রসায়ন চলছে। পুতুলের প্রতি টান বাড়ছে ময়ূখের। অন্যদিকে নিজের পরিবার গুছিয়ে সুন্দর করে সংসার করতে চাইছে পুতুল। এভাবে এগোচ্ছে ধারাবাহিক। জামাইষষ্ঠীতে আসছে বড় চমক।