ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সাল থেকে দানব (Danob) ছবি নিয়ে বেশ চর্চা চলছে দুই বাংলায়। এবার অপেক্ষার অবসান হল, প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। সেই অনুষ্ঠানে কী কী হল ? কারা কারা উপস্থিত ছিলেন? এই ছবি নিয়ে কী বললেন পরিচালক?
থ্রিলারের ছায়া (Danob)
সাইকোলজিক্যাল থ্রিলারে বাস্তবের গল্প (Danob)। পরিচালক আতিউল ইসলাম এর নতুন ছবির পোস্টারে ফুটে উঠেছে থ্রিলারের ছায়া। জুটিতে আসছে রূপসা মুখোপাধ্যায় ও পিয়ার খান। একগুচ্ছ তারকা নিয়ে এই ছবি। ছবিটিতে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন রূপসা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জি, অনিন্দ্য পুলক ব্যানার্জি, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার ও অন্যান্যরা। ইতিমধ্যেই শহরে হয়ে গেল সেই ছবির গ্র্যান্ড পোস্টার লঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলা কলাকূশলীরা।
‘দানব’ এ কঠোর বাস্তব (Danob)
নারীদের উপর অত্যাচার আর নয়। নারীদের উপর নারকীয় অত্যাচারের বদলা নিতে আশা এক দানবের (Danob) গল্পই বলবে ‘দানব’ ছবি। এখানে ভালোবাসার ছবি নয়, বরং রয়েছে অন্যরকম গল্প এবং গুরুত্বপূর্ণ বার্তা। নারীদের উপর নৃশংস অত্যাচারের কথা থেকে রয়েছে, ধর্ষণের মতো পাশবিক সত্য ঘটনার কথা। বাস্তবে ঘটে যাওয়া ঘটনাকেই পরিচালক আতিউল ইসলাম বড় পর্দায় নিয়ে আসছেন।

আরও পড়ুন: Nondini Chatterjee: ইন্ডাস্ট্রিতে নেই গডফাদার, বড় দুর্ঘটনার শিকার নন্দিনী! কেমন আছেন?
ছবির গল্প
শিবা মর্গের ডোমের কাজ করে। হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রাণের প্রিয় ভালোবাসার মানুষ উমার মৃতদেহ আসে পোস্টমর্টেমের জন্য। কী করবে শিবা? অন্যদিকে শিবার জীবনে ভালোবাসার মানুষ ছিল একমাত্র উমা। পরের দিন সকালে মিডিয়াতে বড় খবর উঠে আসে মর্গে একটি ডেড বডিকে নৃশংসভাবে রেপ করা হয়েছে। গল্প কোন দিকে যাবে এবার? ভালোবাসা নাকি বাস্তব? গল্প কোন দিকে মোড় নেবে? এই সব কিছু নিয়ে ‘দানব’।

আরও পড়ুন: Ayushmann Khurrana: রশ্মিকার সাথে গায়ে কাঁটা দেওয়া ঘটনা, নেপথ্যের কারণ আয়ুষ্মান খুরানা?
আরজিকর কাণ্ডের সাথে মিল!
পরিচালক আতিউল ইসলাম জানান, এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। কাকতালীয়ভাবে ছবির সাথে কিছুটা আরজিকর কাণ্ডের মিল পাবে দর্শক। যদিও ছবির চিত্রনাট্য লেখা হয়েছে আরজিকর কাণ্ডের আগে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে এই ছবিতে। ছবিতে বেশ কয়েকটি গান থাকবে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জী (Samidh Mukherjee) ও দেবজ্যোতি কর। গান গেয়েছেন জাভেদ আলী, রূপম ইসলামের (Rupam Islam) মতো প্রখ্যাত গায়ক। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। ছবিটি মুক্তি পাবে “মোহনা ফিল্মস” এর ব্যানারে।