ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসছে রহস্যে মোড়া ছবি ‘মহরত’। এই ছবির সঙ্গেই এবার জুড়ে গেল রূপম ইসলামের (Rupam Islam) নাম। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, এই ছবির ফার্স্ট লুক। পরিচালনায় আতিউল ইসলাম। ছবিটিতে অন্যতম আকর্ষণ রূপম ইসলামের গান। ইতিমধ্যেই গত রবিবার কলকাতার স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে। ছবিটির টাইটেল ট্র্যাক গেয়েছেন রূপম। শিল্পীর দাবি, এই গানের শ্রোতাদের জন্য রয়েছে প্রচুর চমক। গানের প্রতিটি লাইনে বলা হয়েছে, জীবনের কাহিনী। তিনি আশা করছেন, এই গান শ্রোতাদের খুব পছন্দ হবে।
সিনেমা ইন্ডাস্ট্রির নতুন গল্প (Rupam Islam)
ছবিটি আসছে ঈদে। যেখানে দেখতে পাবেন, সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প (Rupam Islam)। ছবিটিতে কাজ করেছেন একগুচ্ছ তারকা। ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে। ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছেন মীর এবং ঋত্বিকা সেন (Rittika Sen)। এই প্রথম পর্দায় জুটি হিসেবে দেখতে পেতে চলেছেন মীর এবং ঋত্বিকাকে। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপি ঘোষ সহ অনেকেই। ছবিটিতে মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন মশিউর রহমান। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সমিধ মুখার্জী। ছবির স্ক্রিপ্ট লিখেছেন, অনুভব ঘোষ। চলতি বছরেই ছবিটি সেলিনা খাতুনের প্রযোজনায় মুক্তি পাবে।
ছবির গল্প (Rupam Islam)
‘মহরত’ সিনেমার গল্প অনুযায়ী, শুটিংয়ের প্রথম দিন ছিল কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর (Rupam Islam)। সেখানেই শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের বিখ্যাত অভিনেত্রী অপর্না মুখার্জিকে। তাঁর প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায়, যিনি পেশায় একজন বিখ্যাত চিত্র পরিচালক। সেদিনই ডিভোর্সের প্রায় তিন বছর পর শুটিং ফ্লোরে তাদের দেখা হয়েছিল। অপর্ণার খুনের কিনারা করতে চলে আসেন, সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসার।

আরও পড়ুন: Big Boss 18: ‘বিগ বস ১৮’ ফিনালের মঞ্চে সলমান-আমির, ট্রফি জিতে আবেগঘন করণ বীর

কোন দিকে ঘুরবে ছবির মোড়?
তদন্তের মধ্যে একে একে চলে আসে, সিনেমার হিরো সোহেল খানের নাম। যিনি বাংলাদেশ থেকে এসেছেন কলকাতায়। একদিকে সিআইডির তদন্ত, তো অপরদিকে মিডিয়া চ্যানেলের ব্রেকিং নিউজ। কোন দিকে ঘুরবে এই ছবির মোড়? ধীরে ধীরে ছবির গতি যত এগোতে থাকে, ততই যেন রহস্য উন্মোচনে বড় ভূমিকা পালন করতে থাকেন মিডিয়া একের পর এক বেরিয়ে আসে সম্পর্কের সমীকরণ থেকে শুরু করে মানুষের প্রতি মানুষের হিংসা। এছাড়াও রয়েছে অসৎ পথে জীবন যাপন, প্রতিপত্তির শীর্ষে উঠে কিভাবে পাশে থাকাটা মানুষটাও একদিন শত্রু হয়ে উঠল সেই গল্প।

আরও পড়ুন: Sweta-Rubel Marriage: বিয়ের পিঁড়িতে শ্বেতা-রুবেল, আমন্ত্রিত কারা?
মুখ্য ভূমিকায় মীর
এই ছবির একটা গুরুত্বপূর্ণ দিক হল, এখানে এই প্রথম মীর কোনও বড় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাঁর কথায়, ” এই প্রথম বড় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। ছবির প্রধান মুখ হওয়াতে অনেক দায়িত্ব থাকে। অনেকটা প্রস্তুতি নিয়ে ছবিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে”।