ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার। তাই ফের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের (Jobless Teachers)। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, পরীক্ষা ছাড়াই যোগ্য শিক্ষকদের তাঁদের চাকরিতে কীভাবে পুনর্বহাল রাখা যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের ওপরই ভরসা রাখল রাজ্য সরকার। খোলা রাখল ‘রিভিউ পিটিশনের’ বিকল্প পথ।
মুখ্যমন্ত্রীর ঘোষণায় হতাশ চাকরিচ্যুত শিক্ষকরা (Jobless Teachers)
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা এক সাংবাদিক বৈঠকে বলেন, “আজ যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যুপরোয়ানা।” তাঁরা আরও জানান, সরকারের পক্ষ থেকে এতদিন বলা হচ্ছিল রিভিউয়ের কথা, কিন্তু আজকের ঘোষণায় সরকার আসলে নতুন করে পরীক্ষা নিতে চায়, সেই আশঙ্কাই সত্যি হলো।
“সরকার সদিচ্ছা দেখাচ্ছে না”—রিভিউয়ের ওপর ভরসা প্রার্থীদের (Jobless Teachers)
চাকরিহারা শিক্ষকদের (Jobless Teachers) বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়ে এত বিশদভাবে নতুন নিয়োগের তারিখ, পরীক্ষার সময়সূচি, কাউন্সেলিংয়ের সময় উল্লেখ ছিল না। তাঁদের মতে, এই বিস্তারিত নোটিফিকেশন সরকারের তরফে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, যার মাধ্যমে ফের তাঁদের নতুন পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে।
আরও পড়ুন: SSC Notification: চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে, রিভিউয়ের পথ খোলা রেখেই বিজ্ঞপ্তি প্রকাশ
তাঁদের আরও অভিযোগ, “সরকার চাইলে আমাদের রিভিউ পিটিশনের ভিত্তিতে ফেরাতে পারত। কিন্তু বরং নতুন নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি ঘোষণা করে বোঝাল, তারা আমাদের ফেরাতে আগ্রহী নয়।”
চাকরিহারা শিক্ষকরা মনে করেন, মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে—আজকের ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতি ভঙ্গ হল।
মুখ্যমন্ত্রীর বক্তব্য: “রায় মেনেই বিজ্ঞপ্তি, রিভিউ চলবেই”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের ৩১ মে-র মধ্যে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে। তাই ৩০ মে আমরা নোটিফিকেশন জারি করব।”
তিনি আরও বলেন, “আমরা দুই পথ খোলা রাখছি—একদিকে নিয়োগ প্রক্রিয়া চলবে, অন্যদিকে রিভিউ পিটিশনও চলবে। যদি রিভিউয়ে সুপ্রিম কোর্ট বলে, আপনাদের ফেরাতে হবে, তাহলে আমরা সেই নির্দেশ মানব। কিন্তু যদি রিভিউ না-মানে, তাহলে যারা যোগ্য, তাদের নতুন করে পরীক্ষায় বসতেই হবে।”
আরও পড়ুন: SSC: রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, হাইকোর্টে দায়ের আরও একটি মামলা
SSC নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি (Jobless Teachers)
- বিজ্ঞপ্তি প্রকাশ: ৩০ মে ২০২৫
- অনলাইন আবেদন শুরু: ১৬ জুন ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই ২০২৫
- মেধা তালিকা প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫
- কাউন্সেলিং শুরু: ২০ নভেম্বর ২০২৫
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের বয়সের ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়া হবে।
একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য রাজ্য সরকার, অন্যদিকে চাকরি হারানো শিক্ষকদের (Jobless Teachers) ন্যায্যতা নিয়ে স্পষ্ট ক্ষোভ। যদিও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, রিভিউ পিটিশনের মাধ্যমে যদি প্রার্থীদের পক্ষে সিদ্ধান্ত যায়, তাহলে তা কার্যকর করা হবে। কিন্তু চাকরি হারানোদের মতে, সরকারের সদিচ্ছার অভাবই এখন তাঁদের প্রধান উদ্বেগ।
পরীক্ষা ছাড়াই কি ফেরানো সম্ভব? নাকি নতুন করে লড়াইয়ের ময়দানে নামতেই হবে? এই প্রশ্নের উত্তর দেবে সুপ্রিম কোর্ট এবং সময়।