ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাসায়নিকবোঝাই জাহাজের ধ্বংসাবশেষকে রাজ্য বিপর্যয় ঘোষণা করল কেরল সরকার(Kerala Government)। জাহাজে থাকা বিষাক্ত রাসায়নিক থেকে উপকূলীয় অঞ্চলে পরিবেশ এবং মানুষের সুরক্ষা বিঘ্নিত হতে পারে আশঙ্কা করা হচ্ছে। বিষাক্ত কিছু সমুদ্রের পাড়ের দিকে ভেসে আসছে কিনা, তার উপর নজর রাখতে স্বেচ্ছাসেবকও নিযুক্ত করেছে পিনারাই বিজয়ন সরকার।
রাজ্য বিপর্যয় ঘোষণা (Kerala Government)
উপকূলীয় অঞ্চল নিয়ে উদ্বেগের মাঝেই বার কেরল সরকার বিদেশি জাহাজের ধ্বংসাবশেষকে রাজ্য বিপর্যয় ঘোষণা করেছে(Kerala Government)।রাজ্য বিপর্যয় ঘোষণা করার অর্থ এই সমস্যা মোকাবিলার জন্য আগামী দিনে বিশেষ কোনও পদক্ষেপ করতে পারে কেরল সরকার। সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসারে ঘোষণা হতে পারে বিশেষ কোনও আর্থিক প্যাকেজও। প্রয়োজনে কেন্দ্রের থেকেও সাহায্য চাওয়ার পথ খোলা থাকবে কেরল সরকারের কাছে। কেরল উপকূলের কাছে ডুবে যাওয়া ওই বিদেশি জাহাজে ৬৪০টি কন্টেনার ছিল। তার মধ্যে কিছু বিষাক্ত রাসায়নিকও ছিল, যা ঘিরে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।

বিষাক্ত রাসায়নিক (Kerala Government)
কেরলের আলপ্পুড়া এবং কোল্লম উপকূলে বেশ কিছু কন্টেনার জলের তোড়ে ভেসে এসেছে(Kerala Government)। এখনও পর্যন্ত অন্তত ২৯টি এমন কন্টেনারের খোঁজ পাওয়া গিয়েছে, যার বেশির ভাগই ফাঁকা ছিল। তবে কয়েকটি কন্টেনারের মধ্যে প্লাস্টিকের দানার মতো কিছু বস্তু ছিল বলে দাবি করা হয়েছে। দাবি করা হচ্ছে, ডুবে যাওয়া জাহাজে ১২টি কন্টেনারে ছিল বিষাক্ত রাসায়নিক ক্যালশিয়াম কার্বাইড। তাছাড়াও ওই জাহাজে ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭ মেট্রিক টন অন্য জ্বালানি তেল রয়েছে বলে জানা যায়। সেগুলি ডুবন্ত জাহাজ থেকে পড়ে গিয়ে সমুদ্রে মিশছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- Supreme Court: কলেজিয়ামের সুপারিশে শিলমোহর! সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগ কেন্দ্রের
ড্রোন ক্যামেরা ব্যবহার (Kerala Government)
সমুদ্রের পারে ভেসে আসা ওই প্লাস্টিকের দানাগুলি সরানোর জন্য স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরি করছে কেরল প্রশাসন(Kerala Government)। উপকূলীয় অঞ্চলে কোথায় কী ভেসে আসছে, তার উপর নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রতি ১০০ মিটার অন্তর অন্তর স্বেচ্ছাসেবক মোতায়েন করা হচ্ছে। এছাড়া কেরলের দমকল দফতর, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় প্রশাসনও নজরদারি চালাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই জাহাজডুবির অঞ্চলের ২০ নটিক্যাল মাইল ব্যাসার্ধে আপাতত মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন- India: ‘আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা হয়নি!’ সাফ জানাল ভারত
লাইবেরিয়ার পণ্যবাহী জাহাজ (Kerala Government)
গত শনিবার দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ ভারতের কাছে সাহায্য চেয়ে পাঠায় লাইবেরিয়ার ওই পণ্যবাহী জাহাজ(Kerala Government)। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার সকালে সেই জাহাজটি পুরোপুরি সমুদ্রে ডুবে যায়। আইসিজি এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে জানায়, জাহাজে সওয়ার ২১ জনকে শনিবার উদ্ধার করেছে তারা। এরপরে উদ্ধারকাজে নামে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুজাতা’ ওই জাহাজ থেকে আরও তিন নাবিককে রবিবার উদ্ধার করে। জাহাজের ট্যাঙ্কারে ছিল ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭.১ মেট্রিক টন ফার্নেস তেল।
