ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debashree Roy) বাড়িতে শোকের ছায়া। অভিনেত্রীর বোন ঝুমা রায় (Jhuma Roy) বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ইন্ড্রাস্ট্রিতে ছোটবেলায় দুই বোন রুমকি ঝুমকি নামেই বেশি পরিচিত ছিলেন । এই জুটিকে আর বাস্তবে একসাথে দেখা যাবে না। বড্ড মিস করবে সবাই। ভীষণ মন খারাপ কাছের মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকের।
হৃদরোগে আক্রান্ত হন (Jhuma Roy)
বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন ঝুমা রায় (Jhuma Roy)। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁকে নিয়ে যাওয়া হবে দেবশ্রীর দেশপ্রিয় পার্কের বাড়িতে। সেখানে বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায়ের (Rani Mukerji) দাদা রাজা মুখোপাধ্যায় আসবেন। তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে।
দুই বোনের জুটি (Jhuma Roy)
ঝুমা রায় ও দেবশ্রী রায় দুই বোন। দুজনেরই নৃত্যশৈলী ছিল খুব ভালো। ছোটো বেলায় তাঁদের জুটি ছিল জনপ্রিয়। বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায় ও তাঁর দাদা রাজা মুখোপাধ্যায়ের মাসি হন ঝুমা রায় ও দেবশ্রী রায়। মাসির মৃত্যুর খবরে সুদূর মুম্বাই থেকে দ্রুত কলকাতার পথে রওনা হয়েছেন রাজা মুখোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন: Aditya Roy Kapoor: অনন্যা অতীত, আদিত্য রায় কাপুরের মনে নতুন মানুষ! ঘনাচ্ছে রহস্য
ভেঙে পড়েছেন
কিছুদিন আগেও শোনা গিয়েছিল, কোনও এক অনুষ্ঠানের জন্য দুই বোন মিলিত হয়েছিলেন। সেখানে দুই বোনকে একসাথে পারফর্ম করতে দেখা গিয়েছিল। দুই বোন একসাথে গান গেয়েছিলেন। স্বাভাবিক ভাবেই হঠাৎই বোনের প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন দেবশ্রী রায়। দুই বোনের সুন্দর জুটি ভেঙে গেল।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: বাংলা ভাষাকে অসম্মান! “বাধ্য হয়েই….” , ক্ষমা চাইলেন প্রসেনজিৎ
অসুস্থ দেবশ্রী
অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন ঝুমা রায়। ছোটবেলায় রুমকি ঝুমকি নামেই জনপ্রিয় ছিলেন তাঁরা। বহুবার একসঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে দুই বোনকে। দক্ষিণ কলকাতায় দেবশ্রী বাড়ির খুব কাছেই বাস করতেন বোন ঝুমা। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। অপরদিকে বোনের মৃত্যু শোক সহ্য করতে না পেরে একটু অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। এমনটাই শোনা যাচ্ছে। নিজের ঘরে অভিনেত্রী এখন চুপ করে শুয়ে আছেন। বোনকে শেষবারের জন্য বাড়িতে দেখতে যেতে পারলেন না তিনি। হঠাৎ করে এমন ঘটনা ঘটে যাবে কেউ ভাবতেও পারেনি। ঘটনাটি ঘটেছে সকাল আটটার মধ্যে। ঝুমা রায়ের মৃত্যুতে মহানগরী মুম্বাইতেও এখন শোকের ছায়া। কয়েকদিন আগেই কাকাকে হারিয়েছেন, আর এবার মাসির মৃত্যু সংবাদে শোকোস্তব্ধ কাজল ও রানী।