ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উইন্ডোজের ‘রক্তবীজ’ ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছিল দর্শকদের মনে। এবার রক্তবীজের সিক্যুয়েল আসছে ‘রক্তবীজ ২’ । রথের দিন থেকে একের পর এক চমক আসতে চলেছে দর্শকদের জন্য। কখনও আবিরের চরিত্র, কখনও মিমির চরিত্র নিয়ে মোশান পোস্টার সামনে এসেছে। এবার কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) চরিত্র সামনে এল।
‘রক্তবীজ ২’ ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মনে আলোড়ন তুলেছে। আর কেনই বা হবে না! উইন্ডোজের পক্ষ থেকে যেভাবে একের পর এক মোশন পোস্টার নিয়ে হাজির, তাতে দর্শকদের ছবির প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলতে বাধ্য। আর শুধু সেটাই না, নন্দিতা শিব্রপ্রসাদের সবকটি ছবিই অনবদ্য। সেখানে ‘ রক্তবীজ ২’ ছবিটিও দর্শকদের পছন্দ হবে সেটাই বলা বাহুল্য।
কোন চরিত্রে দেখা যাবে? (Koushani Mukherjee)
‘রক্তবীজ ২’ ছবিতে কৌশানীর (Koushani Mukherjee) চরিত্র নিয়ে অনেকেরই কৌতুহল ছিল। এবার কিছুটা হলেও সেই কৌতূহল কমেছে। তাঁকে দেখা গেছে সাদা গোলাপি ফ্লোরাল প্রিন্টের পোশাক, মাথার চুল ছাড়া ও একটা টুপি পরা আছে। তিনি আয়েশা চরিত্রে অভিনয় করবেন। তবে চরিত্রটি কেমন, তা প্রকাশ্যে আসেনি। অর্থাৎ আবির, মিমির চরিত্র দেখে কিছুটা আন্দাজ করার গেলেও কৌশানি চরিত্রটিতে দেখে আন্দাজ করা সম্ভব নয় যে, তাঁর চরিত্র কেমন হতে চলেছে। তবে তিনি অঙ্কুশ হাজরার (Ankush Hazra) বিপরীতে অভিনয় করছে, এটুকু জানা গিয়েছে আগেই।
ভিন্ন রূপে ধরা দেওয়া (Koushani Mukherjee)
উইন্ডোজের ছবিগুলির মধ্যে এই প্রথম ‘রক্তবীজ ২’ এর গান বিদেশে শুটিং হয়েছে। তবে কৌশানিকে যে ভিন্ন রূপে দেখা যাবে তা স্পষ্ট। অর্থাৎ উইন্ডোজের ‘বহুরূপী’ ছবিতে কৌশানিকে যেমন ভিন্ন রূপে তুলে ধরা হয়েছিল, তেমনি ‘রক্তবীজ ২’ ছবিতেও তাঁকে অন্যরকম ভাবে দর্শক দেখবেন বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন: Jhuma Roy: শেষ বারের জন্যেও দেখলেন না বোনকে, শোকে পাথর দেবশ্রী!
বিস্তর ফারাক
প্রসঙ্গত, কৌশানি মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) অভিনয় ইতিমধ্যে সকলের সামনে এসেছে। কিন্তু সেই আগের কৌশানি ও এখনকার কৌশানির অভিনয়ের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। যে কারণে তিনি দর্শকের মনে অন্যতম অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: Aditya Roy Kapoor: অনন্যা অতীত, আদিত্য রায় কাপুরের মনে নতুন মানুষ! ঘনাচ্ছে রহস্য
তাক লাগিয়ে দেওয়া
অভিনেত্রী কৌশানি যে লুকে ধরা দিয়েছেন ,তাতে তাঁর অনুরাগীরা ভীষণই খুশি। অনেকেই মনে করছেন, গানের শুটিং যেহেতু বিদেশে হয়েছে, পাশাপাশি কৌশানির পোশাক দেখে মনে হয়েছে তিনি বিদেশি কোনও নারী চরিত্রে থাকতে পারেন। তবে সবটাই অনুমান । ‘রক্তবীজ ২’ ছবিটি প্রকাশ্যে আসলেই তা বোঝা যাবে। আপাতত অনুরাগীরা ‘রক্তবীজ ২’ ছবির মুক্তির অপেক্ষায়।