ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) এমন এক ছবি, যা দেখে একদিকে অনুরাগীদের ভীষণ মন খারাপ । অন্যদিকে জন্ম দিয়েছে প্রচুর বিতর্ক। আশা ভোঁসলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যা দেখে আপামর জনসাধারণ অবাক। তেমনি এই খবরে অনুরাগীদের মনে রাগ ও ক্ষোভ উঠে আসছে । আসলে এমন একজন কিংবদন্তি শিল্পীকে নিয়ে মিথ্যা রটনা, যা মন থেকে মানতে পারছেন না দর্শকরা। অন্যদিকে দ্বিধাবোধ কাজ করছে তাঁদের মধ্যে। সম্প্রতি শিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) পুত্র এই বিষয়ে কী জানালেন ?
আচমকাই ছড়িয়ে পড়া খবর (Asha Bhosle)
বৃহস্পতিবার আচমকাই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিংবদন্তি গায়িকার মালা পরানো ছবি (Asha Bhosle)। অর্থাৎ আশা ভোঁসলের গলায় মালা দেওয়া! সাথে লেখা ‘বর্ষিয়ান গায়িকা আর নেই । একটি যুগের অবসান।’ এই খবর সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
গান গাইতে দেখা যায় (Asha Bhosle)
অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না এমন একটি খবর। কারণ আশা ভোঁসলেকে (Asha Bhosle) কয়েকদিন আগে আর ডি বর্মনের (R . D. Burman) জন্মদিন উপলক্ষে গান গাইতে দেখা গিয়েছে। আর ডি বর্মনের গান একমাত্র তাঁর মতো আর কেউ ভালো গাইতে পারে না বলে মনে করেন অনেকেই।
আরও পড়ুন: Amitabh Bachchan: বদলাবে কেবিসির হট সিট? অমিতাভ বচ্চনের জীবনে নতুন শুরু
দর্শকদের জন্য উপহার
২৭ জুন রাহুল দেব বর্মনের ৮৫ তম জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আশা ভোঁসলে ( Asha Bhosle) গান গেয়েছিলেন । কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও আশা ভোঁসলের ( Asha Bhosle) গান প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছে। দুই বোনের অসাধারণ কন্ঠে কয়েক হাজার গান উপহার পেয়েছে দর্শকরা। সেখানে এমন একটি মিথ্যে খবর, স্বাভাবিক ভাবেই দর্শকের মনে উৎকণ্ঠার সৃষ্টি করে।
পুরোটাই মিথ্যা
শিল্পী আশা ভোঁসলের পুত্র আনন্দ ভোঁসলের মতে , এই খবর পুরোটাই মিথ্যা। তিনি জানান, তাঁর মা সুস্থ ও স্বাভাবিক আছেন। কীভাবে এমন খবর ছাড়াল তাঁর জানা নেই। নতুন করে ভাইরাল আর ডি বর্মনের জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও। এই ভিডিওতে আর ডি বর্মনের বিভিন্ন পুরস্কার, সম্মান, ব্যবহৃত দুর্লভ জিনিস ও হারমোনিয়াম সহ তাঁর ছবি দেখা গিয়েছে।
আরও পড়ুন: Smriti Irani: ২৫ বছর পর অভিনয়ে কামব্যাক, বাড়ছে স্মৃতি ইরানির পারিশ্রমিক?
সমাজ মাধ্যমে এমন একটি খবর কীভাবে ছাড়ালো তা জানা নেই। এক মুহূর্তের জন্য হলেও এই মিথ্যা খবর বলিউডকে স্তব্ধ করে দিয়েছিল। অনেকেই মনে করছেন ,মিথ্যা খবর যাতে সমাজ মাধ্যমে না রটে, তার দিকে সকলেরই সচেতন হওয়া উচিত।