ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদালতে লোকসভার বিরোধীদলীয় নেতার প্রতিনিধিত্ব (Rahul Gandhi Pleads Not Guilty) করেছিলেন তার আইনজীবী। সেখানে রাহুল গান্ধিকে নির্দোষ দাবি করেন তিনি।
পুনে আদালতে শুনানি, আইনজীবীর মাধ্যমে অস্বীকার রাহুলের (Rahul Gandhi Pleads Not Guilty)
২০২৫ সালের ১১ জুলাই, শুক্রবার পুনের এক আদালতে (Rahul Gandhi Pleads Not Guilty) হিন্দুত্ববাদী মতাদর্শী ভি. ডি. সাভারকরকে নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেকে ‘দোষী নন’ বলে জানিয়েছেন। তাঁর হয়ে এই দাবি আদালতে জানান আইনজীবী মিলিন্দ পাওয়ার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফার্স্ট ক্লাস) ও এমপি/এমএলএ কোর্টের বিশেষ বিচারক অমোল শ্রীরাম শিন্ডে অভিযোগটি পড়ে শোনান। অভিযোগ করেছিলেন সাভারকরের নাতি সত্যকী সাভারকর। অভিযোগ পড়ে শোনানোর পর রাহুল গান্ধীর পক্ষে তাঁর আইনজীবী জানান, তিনি দোষী নন।
রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন না (Rahul Gandhi Pleads Not Guilty)
লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে আদালতে হাজির ছিলেন না (Rahul Gandhi Pleads Not Guilty)। তাঁর হয়ে আইনজীবী পাওয়ার আদালতে উপস্থিত থেকে অভিযোগ খারিজের দাবি জানান। বিচারক প্রশ্ন করেন, অভিযুক্ত কি অভিযোগপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র পেয়েছেন? উত্তরে আইনজীবী বলেন, “হ্যাঁ”। এরপর বিচারক জানতে চান, অভিযুক্ত কি নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়বস্তু বুঝেছেন? এই প্রশ্নেও আইনজীবীর উত্তর ছিল “হ্যাঁ”। তৃতীয় ও শেষ প্রশ্ন ছিল, “আপনি কি নিজেকে দোষী স্বীকার করছেন?” এই প্রশ্নে রাহুলের হয়ে পাওয়ার জানান, “না, আমি নিজেকে দোষী মনে করি না।”
মামলার মূল অভিযোগ কী?
সত্যকী সাভারকর ২০২৩ সালের এপ্রিল মাসে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেন। অভিযোগ, ২০২৩ সালের মার্চ মাসে লন্ডনে দেওয়া এক বক্তৃতায় রাহুল গান্ধী দাবি করেন, ভি. ডি. সাভারকর একটি বইতে লিখেছেন, তিনি ও তাঁর পাঁচ-ছয়জন বন্ধু এক মুসলিম ব্যক্তিকে মারধর করছিলেন এবং এতে তিনি আনন্দ পেয়েছিলেন। সত্যকীর অভিযোগ, এই বক্তব্য মিথ্যে, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাভারকরকে অপমান করার জন্যই দেওয়া হয়েছে।
আরও পড়ুন: CJI BR Gavai : ভারতের বিচারব্যবস্থাকে সংস্কারের ডাক প্রধান বিচারপতি গগৈয়ের!
মামলা এখন বিচারপর্বে প্রবেশ করবে
সত্যকী সাভারকরের আইনজীবী সংগ্রাম কোলহাটকার জানান, অভিযুক্তের ‘প্লি’ রেকর্ড করা হয়ে যাওয়ায় এখন মামলার বিচারপর্ব শুরু হবে। আদালত ডিফেন্স পক্ষকে ‘প্লি’ রেকর্ড করতে বলেছিল কারণ দীর্ঘ সময় ধরে এই ধাপ বাকি ছিল। যেহেতু রাহুল গান্ধীকে আদালতে শারীরিকভাবে উপস্থিত থাকার স্থায়ী ছাড় দেওয়া হয়েছে, তাই তাঁর আইনজীবী এই পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, এখন মামলার পরবর্তী ধাপে অভিযোগকারী পক্ষ সাক্ষ্য ও প্রমাণ হাজির করবে। এরপর ডিফেনস পক্ষ তাদের জেরা করতে পারবে।
আরও পড়ুন: Owaisi slams Bihar voter list clean-up: বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে ওয়েসির কড়া আপ
পরবর্তী শুনানির তারিখ
রাহুল গান্ধীর আইনজীবী পাওয়ার জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার পরবর্তী শুনানি হবে ২৯ জুলাই। তিনি বলেন, “আজ আদালতে আবেদন করি যে আমার মক্কেলের পক্ষে প্লি রেকর্ড করার অনুমতি দেওয়া হোক। আদালত অনুমতি দেয় এবং আমি রাহুল গান্ধীর পক্ষ থেকে নিজেকে নির্দোষ বলে জানাই।” তিনি আরও বলেন, বিচারক অভিযোগ পড়ে শোনান এবং তাঁর বক্তব্য অনুযায়ী রাহুল গান্ধীর লন্ডনের বিতর্কিত বক্তৃতার ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে। ডিফেন্স পক্ষ তার বিরোধিতা করেছে। এখন মামলার বিচারপর্ব শুরু হবে।