ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি বাংলার দাদা , অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক নিয়ে বেশ চর্চা চলছে। তাঁর বায়োপিকের কথা শুনে খুশি আপামর অনুরাগী থেকে দর্শক। সেই বায়োপিক চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও (Rajkummar Rao)। কিন্তু এবার শোনা গেল অন্য কথা। সম্প্রতি শোনা যাচ্ছে, এই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে। কেন পিছিয়ে গেল ছবির শুটিং? শুটিং পিছানোর জন্য কী কী কারণ জানা গিয়েছে?
নিজেকে তৈরি করা (Sourav Ganguly)
সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকে অভিনয় করছেন বলিউডের অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। দাদার বায়োপিকে অভিনয় করার জন্য তিনি বাংলা ভাষাকে রপ্ত করছেন। যার জন্য স্ত্রী পত্রলেখার কাছ থেকে বাংলা ভাষা শিখছেন অভিনেতা। অন্যদিকে ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) চরিত্রে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) স্থির করা হয়েছে। তবে সঠিক ভাবে স্থির হয়েছে, তেমনটা নয়।
পিছিয়ে যাচ্ছে শুটিং (Sourav Ganguly)
ছবির কাজ সবকিছুই ঠিকঠাক ভাবে এগিয়ে চলেছে। কিন্তু হঠাৎ ছবির শুটিং পিছিয়ে যাওয়ার কারণ কী? শোনা গিয়েছে, অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) ছবির শুটিং পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য ছবির প্রযোজক লাভ রঞ্জনের কাছে অনুরোধ করেছেন। অভিনেতার মতে, তাঁর আরও সময়ের প্রয়োজন। দাদার (Sourav Ganguly) অনুকরণে নিজেকে তৈরি করতে। ছবির শুটিং শুরু হতে পারে আগামী বছরে। ছবির বেশিরভাগটা শুটিং হবে কলকাতাতেই।
আরও পড়ুন: Dev-Idhika: ইধিকাকে ছাড়ছেন না দেব! ‘প্রজাপতি ২’ তে আবারও খাদান জুটি
সাম্প্রতিক কিছু ঘটনা
অন্যদিকে শোনা গিয়েছে, অভিনেতা ছাড়াও ছবির পরিচালক বিক্রম মোতওয়ানে ও প্রযোজক লাভ রঞ্জন ছবি তৈরিতে সময় লাগবে বলে মনে করেন। কারণ ছবির চিত্রনাট্য আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে নতুন কিছু সংযোজন করতে হবে। সাম্প্রতিক কিছু ঘটনা বায়োপিকে যোগ করা হবে। যার কারণে ছবিটির জন্য আরও কিছু সময়ের প্রয়োজন।
আরও পড়ুন: Sumi Har Chowdhury: কাজ নেই, পাগল হয়ে রাস্তায় অভিনেত্রী! তবুও চুপ টলিউড।
ব্যাট ধরায় পটু
সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকে রাজকুমার রাও নিজেকে ঘষে মেজে নিচ্ছেন বললেও ভুল হবে না। অভিনেতা ভালো ক্রিকেট খেলেন, তবে দাদার মতো একেবারেই নয়। তাই অভিনেতা মনে করেন, দাদা যেহেতু বাঁ হাতি খেলোয়াড়, তাই তাঁরও বাম হাতে ব্যাট ধরার পটু হতে হবে। যার জন্য শুটিং পিছিয়ে দেওয়ার আরও একটি কারণ বলে মনে করছেন অনেকেই। সম্প্রতি রাজকুমার রাও এর ‘মালিক’ ছবি মুক্তি পেয়েছে। যা দর্শকদের মনে সাড়া ফেলে দিয়েছে।