ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন দেখবেন টেক্কা? এই বছর পুজোতে মুক্তি পেতে চলেছে টলিউডের তিনটি সিনেমা। শিবপ্রসাদ ও উইন্ডোজের তরফ থেকে আসছে বহুরূপী, অভিনেতা সোহম চক্রবর্তী ও পথিকৃৎ বসুর ছবি শাস্ত্রী এবং দেব ও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কা। টেক্কা মুক্তির আগেই দর্শকের সামনে উঠে আসছে কি কারণে দর্শক টেক্কা দেখতে হলমুখি হবে। টেক্কাতে অভিনয় করতে দেখা যাবে দেব, রুক্মিণী, স্বস্তিকা মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সৃজা সহ একাধিক পরিচিত মুখকে। এই ছবিটি পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়।
প্রথমবার পর্দায় ম্যাজিক করবে দেব ও সৃজিত জুটি। এই সিনেমায় পুলিশের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। জার্নালিস্ট এর ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক ও শ্রীজাকে। এক অন্যরকম মায়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এর আগে বহু মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই সিনেমাটিতে যে মায়ের চরিত্র দেখা যাবে অভিনেত্রীকে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র।
আরও পড়ুন: https://tribetv.in/vikram-chatterjee-new-film-durgapur-junction-will-be-released-on-the-big-screen/
সবথেকে ছবিটির মোড় ঘোরানো চরিত্রে অভিনয় করছেন সবার প্রিয় দেব। দেব সমাজের নিম্নবৃত্ত পরিবারের মানুষগুলোর প্রতিনিধিত্ব করবে এই সিনেমাতে। নাম ‘ইকলাখ’। দেবকে এখানে একটি ডিগ্লাম চরিত্রে দেখা যাবে। তিনি একটি সোসাইটির সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন এবং সেই কাজটি চলে যাওয়ার পর দেবকে কোন পথে যেতে হয় এবং তার পরিণতিই বা কি হয় তার ওপর ভিত্তি করে এই ছবিটি।
এর আগে দেব ও রুক্মিণীকে দেখা গিয়েছিল কবীর সিনেমাতে। যেখানে দেব হয়েছিলেন পুলিশ এবং রুক্মিণী হয়েছিলেন অপরাধী। টেক্কার ক্ষেত্রে দেব হয়েছে অপরাধী এবং রুক্মিণীকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এই কাজটি করতে অভিনেত্রী ভীষণই মজা পেয়েছেন প্রত্যেকটি প্রমোশনে এসেই জানিয়ে গেছেন।